পাওয়ার বাটন কাজ না করলে স্মার্টফোন বন্ধ করার বিকল্প উপায়

পাওয়ার বাটন কাজ না করলে স্মার্টফোন বন্ধ করার বিকল্প উপায়

আপনার স্মার্টফোনের পাওয়ার বাটন কাজ না করলে কি করবেন জানেন? এমন পরিস্থিতিতে ফোন বন্ধ করা বা রিস্টার্ট করা বেশ চ্যালেঞ্জিং। ছোট কিছু সফটওয়্যার ট্রিকস এবং ফিজিক্যাল উপায় ব্যবহার করলেই আপনি সহজেই আপনার ফোন পাওয়ার বাটন ছাড়াই বন্ধ বা রিস্টার্ট করতে পারবেন।

এই গাইডে আমরা কুইক সেটিংস থেকে শুরু করে ভার্চুয়াল বাটন, ADB কমান্ড এবং এমনকি থার্ড-পার্টি অ্যাপ পর্যন্ত ধাপে ধাপে সব ধরনের উপায়ে সমাধান খোঁজার চেষ্টা করব। তাই আর কোনো ঝামেলায় পড়ার আগেই, চলুন শিখে নিই কিভাবে পাওয়ার বাটন ছাড়াই আপনার ফোন কন্ট্রোল করা যায়।

সফটওয়্যার ভিত্তিক সমাধান

পাওয়ার বাটন কাজ না করলে প্রথমেই আপনি সফটওয়্যার ট্রিকস দিয়ে ফোন বন্ধ করার চেষ্টা করতে পারেন। অনেক সময় ছোট কিছু সেটিংস ব্যবহার করলেই কাজ হয়ে যায়।

১. কুইক সেটিংস থেকে পাওয়ার অফ অপশন

অ্যান্ড্রয়েড ফোনে উপরের দিক থেকে স্ক্রিন নামালে কুইক সেটিংস আসে। কিছু ব্র্যান্ড যেমন Samsung, Xiaomi, Oppo তে সরাসরি পাওয়ার আইকন শো করে। সেই আইকনে ট্যাপ করলে পাওয়ার অফ বা রিস্টার্ট করার অপশন পাবেন।

২. ভার্চুয়াল পাওয়ার বাটন

Settings > Accessibility > Accessibility Menu (বা Interaction Control) চালু করলে একটি Accessibility বাটন পাবেন। এটি চালু করলে স্ক্রিনে একটি ছোট আইকন ভেসে থাকবে, সেখান থেকে সহজেই Power Off সিলেক্ট করা যায়।

৩. গুগল অ্যাসিস্ট্যান্ট কমান্ড

যদি আপনার ফোনে Google Assistant চালু থাকে, তাহলে শুধু বলুন “Hey Google, Power off my phone”। যদিও এই কমান্ড  সব মডেলে পুরোপুরি কাজ নাও করতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট রিস্টার্ট বা শাটডাউনের অপশন পপআপের মাধ্যমে এনে দিবে।

৪. সেটিংস থেকে শাটডাউন অপশন

কিছু ব্র্যান্ডের UI Settings থেকে Advanced Features > Power Menu-তে গিয়ে সরাসরি ফোন বন্ধ করার অপশন পাওয়া যায়।

৫. ভলিউম বাটন ও টাচ স্ক্রিন ব্যবহার

অনেক স্মার্টফোনে Volume Down + Screen Tap একসাথে করলে পাওয়ার অফ মেনু চলে আসে।
এটি মূলত জরুরি পরিস্থিতিতে ব্যবহার করার মতো একটি হিডেন ফিচার, তবে সব ফোনে এই ফিচার নেই। আপনার ফোনে কাজ করছে কিনা একবার ট্রাই করে দেখতে পারেন।

৬. ADB কমান্ড (Advanced ইউজারদের জন্য)

যদি আপনি একটু অ্যাডভান্স ইউজার হন, তাহলে কম্পিউটার থেকে ADB (Android Debug Bridge) ব্যবহার করে ফোন বন্ধ করতে পারেন।
এর জন্যঃ

  • ফোনে USB Debugging চালু থাকতে হবে।
  • কম্পিউটারে ADB সেটআপ থাকতে হবে।

USB Debugging চালু করতে প্রথমে Settings-এ গিয়ে About Phone অপশনে ঢুকে Build Number এর উপর একটানা ৭ বার ট্যাপ করতে হবে। তখন স্ক্রিনে একটি ম্যাসেজ আসবে “You are now a developer”। এরপর Settings মেনুতে ফিরে গেলে নতুন করে Developer Options নামের একটি সেকশন দেখা যাবে। সেখান থেকে USB Debugging চালু করতে হবে। অন করার সময় ফোন কনফার্মেশন চাইবে, তখন শুধু Allow করে দিলেই কাজ শেষ।

এখন কম্পিউটারে ADB সেটআপ করতে অফিসিয়াল Android Developer সাইট থেকে ADB Platform Tools ডাউনলোড করে নিন। সাধারণত এটি zip ফাইলে পাবেন, যা Extract করে নিতে হবে। এরপর USB কেবল দিয়ে ফোনকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর ফোনে একটি নোটিফিকেশন আসবে “Allow USB Debugging।” এটি  অবশ্যই Allow করতে হবে।

সবকিছু ঠিকঠাক হলে এবার কম্পিউটার থেকে Command Prompt (CMD) চালু করে ADB ফোল্ডারে যেতে হবে। এক্ষেত্রে যদি আপনার ADB “C:” ফোল্ডারে থাকে তবে, CMD তে C:\adb লিখুন। এরপর  adb devices লিখে কমান্ড লিখতে হবে। যদি এখানে ফোনের সিরিয়াল নাম্বার দেখা যায়, তাহলে বুঝবেন কানেকশন ঠিকভাবে  হয়েছে। এখন চাইলে সরাসরি adb shell reboot -p কমান্ড লিখে ফোন বন্ধ করে দিতে পারবেন।

৭. Scheduled Power Off (স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা)

কিছু ব্র্যান্ডেড ফোনে নির্দিষ্ট সময় অনুযায়ী ফোন বন্ধ ও চালু করার অপশন থাকে।
সাধারণত Settings > Battery > Schedule > Auto power off/on এই অপশনে পেয়ে যাবেন। এখান থেকে টাইম সিডিউল করে পাওয়ার অফ করতে পারবেন।

৮. থার্ড পার্টি অ্যাপ ব্যবহার

যদি আপনার ফোনে উপরোক্ত সফটওয়্যার ট্রিকস কাজ না করে, তখন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করাই একমাত্র সমাধান হতে পারে। Google Play Store-এ এমন অনেক অ্যাপ আছে যেগুলো ভার্চুয়াল পাওয়ার মেনু তৈরি করে এবং সেখান থেকে সরাসরি ফোন বন্ধ বা রিস্টার্ট করা যায়। উদাহরণস্বরূপ, Power Menu, Shutdown, বা Volume Unlock Power Off টাইপের অ্যাপগুলি ব্যবহার করতে পারেন।

তবে এখানে কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, Trusted এবং Verified Apps ব্যবহার করবেন যাতে ফোনের পারফরম্যান্সে কোনো প্রভাব না পড়ে। দ্বিতীয়ত, কিছু অ্যাপের জন্য ফোনে Accessibility Permission দিতে হতে পারে, যা অ্যাপকে ফোনের বিভিন্ন ফাংশনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার পারমিশন দিবে। তাই সিকিউরিটি ইস্যুটা লক্ষ রাখবেন।

ফিজিক্যাল পদ্ধতি

যদি সফটওয়্যার ট্রিকস কাজ না করে, তখন ফোন বন্ধ করার জন্য হার্ডওয়্যার বা ফিজিক্যাল ম্যাথড ট্রাই করুন। এতে ফোনের ভলিউম বাটন, চার্জার বা ব্যাটারি ড্রেইন করার মাধ্যমে ফোন বন্ধ করা হয়।

১. ভলিউম বাটন কম্বিনেশন

অনেক অ্যান্ড্রয়েড ফোনে পাওয়ার বাটন কাজ না করলে Volume Up বা Volume Down + অন্যান্য বাটনগুলো একসাথে চাপলে পাওয়ার মেনু আসে। উদাহরণস্বরূপ, কিছু ব্র্যান্ডে Volume Down + Volume Up + Home/Touchscreen Tap একসাথে করলে ফোন বন্ধ করার অপশন দেখা যায়।

২. চার্জার কানেক্ট বা ডিসকানেক্ট

কিছু ফোনে ডিফলটভাবে চার্জার প্লাগ ইন-আউট করলে শাটডাউন অপশন চলে আসে। বিশেষ করে লো ব্যাটারি থাকা অবস্থায়, চার্জার প্লাগ ইন বা আউট করলে এসব ফোনে পাওয়ার অফ মেনু দেখা যায়।

৩. ব্যাটারি ড্রেইন পদ্ধতি

যদি অন্য কোনো উপায় কাজ না করে, তবে শেষ উপায় ফলো ফোনের চার্জ সম্পূর্ণ শেষ করে দেওয়া। স্বাভাবিকভাবে ব্যাটারি ফিনিশ হবার পর ফোন বন্ধ হয়ে যাবে। যদিও এটি লং প্রসেস, তবে একেবারে শেষ চেষ্টার জন্য কার্যকর।

অভিজ্ঞ টেকনিশিয়ানের কাছে গিয়ে পাওয়ার বাটন ঠিক করানো

ফোনের পাওয়ার বাটন ঠিক না থাকলে  সাময়িকভাবে বিভিন্ন বিকল্প ব্যবহার করে পাওয়ার বাটন ইউজ করা গেলেও এতে খুব ভালো ইউজার এক্সপেরিয়েন্স পাওয়া যাবে না। তাই উচিত দ্রুত পাওয়ার বাটনটি ঠিক করে নেওয়া। পাওয়ার বাটন ঠিক করতে সব সময় অথরাইজড এবং নির্ভরযোগ্য একটি সার্ভিস সেন্টার খুঁজে নিবেন।

তারা ফোন খুলে বাটন, ফ্লেক্স কেবল এবং কানেকশন সার্কিট চেক করতে পারবে। প্রয়োজন হলে তারা পাওয়ার বাটন রিপ্লেসও করতে পারেন। নতুন স্মার্টফোনের ক্ষেত্রে, নিজে ফোন খোলার চেষ্টা করলে ওয়ারেন্টি বাতিল হতে পারে, তাই সর্বদা অথরাইজড বা অভিজ্ঞ সার্ভিস সেন্টার-এ যাওয়াই উত্তম।

FAQs

যদি আমার ফোনের পাওয়ার বাটন কাজ না করে, তখন ফোন কিভাবে বন্ধ করব?

এক্ষেত্রে উপরে উল্লেখিত সফটওয়্যার ট্রিকস বা ফিজিক্যাল টেকনিক ব্যবহার করে ফোন বন্ধ বা রিস্টার্ট করা যায়। এছাড়া, থার্ড পার্টি অ্যাপ বা ADB কমান্ড ব্যবহার করেও ফোন বন্ধ করা যায়।

কুইক সেটিংস থেকে ফোন বন্ধ করা যায়?

না, সব ফোনের কুইক সেটিংসে পাওয়ার আইকন দেখায় না। তবে Samsung, Xiaomi, Oppo প্রভৃতি ব্র্যান্ডের কিছু মডেলে থাকে।

ভার্চুয়াল পাওয়ার বাটন কীভাবে চালু করব?

Settings > Accessibility > Accessibility Menu চালু করলে স্ক্রিনে ছোট একটি আইকন ভেসে থাকবে। সেখানে ট্যাপ করে সহজেই Power Off সিলেক্ট করা যায়।

Google Assistant দিয়ে কি সব ফোনে পাওয়ার অফ করা যায়?

সব ফোনে না। তবে কিছু ক্ষেত্রে কমান্ড দিলে রিস্টার্ট বা শাটডাউন মেনু পপআপ আসে।

ADB কমান্ড ব্যবহার করা কি সব ব্যবহারকারীর জন্য নিরাপদ?

এটি মূলত অ্যাডভান্স ইউজারদের জন্য। এক্ষেত্রে USB Debugging চালু করতে হবে এবং কম্পিউটারে ADB সেটআপ থাকতে হবে। সঠিকভাবে না করলে ফোনের ডেটা লস হতে পারে।

উপসংহার

পাওয়ার বাটন কাজ না করা যেকোনো স্মার্টফোন ইউজারের জন্য বিরক্তিকর সমস্যার একটি। তবে চিন্তার কোনো কারণ নেই। উপরে উল্লেখিত সফটওয়্যার ট্রিকস, ফিজিক্যাল টেকনিক, বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করলে আপনি সহজেই ফোন বন্ধ বা রিস্টার্ট করতে পারবেন। তবুও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পাওয়ার বাটন ঠিক করানো সবচেয়ে নিরাপদ এবং কার্যকর সমাধান।

Apple Gadgets Care-এর অভিজ্ঞ টেকনিশিয়ানরা আপনার ফোনের সব সমস্যা দ্রুত ও নিরাপদভাবে ঠিক করতে সক্ষম। তাই আপনার ফোনে পাওয়ার বাটন সমস্যার মুখোমুখি হলে অপেক্ষা না করে আজই আমাদের সার্ভিস সেন্টারে আসুন বা একটু অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান পেতে চলে আসুন Apple Gadgets Care-এর সার্ভিস সেন্টারে ।

Chat with us