পানিতে ভিজে iPhone Dead হলে করণীয় কী?

পানিতে ভিজে iPhone Dead হলে করণীয় কী?

শখের আইফোনটা পানিতে পরে নষ্ট হয়ে গেলে কোনো শান্তনাতে আপনার কাজ হবে না সেটা আমরা বুঝি। তাইতো আমাদের অভিজ্ঞ ও দক্ষ টেকনিশিয়ানরা কঠোর পরিক্ষা নিরীক্ষা করে আপনার Dead iPhone কে বাঁচিয়ে তোলার চেষ্টা করে। আজ আমাদের অভিজ্ঞতা থেকেই বলবো, পানিতে ভিজে iPhone Dead হলে করণীয় সকল সম্ভাব্য সমাধানগুলো। নিজের ফোনকে বাঁচাতে চাইলে পুরো লেখাটি পড়ুন। 

iPhone পানিতে ভিজে গেলে প্রাথমিক করণীয়

iPhone হঠাৎ পানিতে পড়ে গেলে অনেকেই তড়িঘড়ি করে ফোন অন করার চেষ্টা করে বা চার্জে দিয়ে দেখে যে, ফোন চালু হয় কিনা। কিন্তু আসলে এটাই সবচেয়ে বড় ভুল। আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় আমরা দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রেই এধনের ভুল পদক্ষেপ নেওয়ার কারণে ফোনের ভেতরের সার্কিটে শর্ট সার্কিট হয়ে যায় এবং ফোন পার্মেনান্ট ড্যামেজ হয়ে যায়। 

iPhone পানিতে ভিজে গেলে প্রথমেই ফোনের পাওয়ার অফ করে দিন। অনেক সময় দেখা যায় ফোন পানিতে পড়ার পরও কিছুক্ষণের জন্য কাজ করে। কিন্তু এই অবস্থায় ব্যবহার করলে ভেতরের ইলেকট্রনিক পার্টস পানির সংস্পর্শে এসে ড্যামেজ হতে পারে। এছাড়াও সিম কার্ড, মেমোরি (যদি থাকে), কভার কিংবা এক্সেসরিজ সব খুলে ফেলুন। এগুলোর মাঝে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন। 

এরপর ফোনের বাইরের অংশ শুকনো, নরম কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেলুন। টিস্যু ব্যবহার করলে সাবধানতা অবলম্বন করুন কারণ টিস্যুর ছোট ছোট অংশ চার্জিং পোর্ট বা স্পিকারের ভেতরে আটকে যেতে পারে। তাই মাইক্রোফাইবার বা নরম কাপড় ব্যবহার করাই ভালো।

ফোন ঝাঁকানো বা উল্টেপাল্টে জোর করে পানি বের করার চেষ্টা করবেন না। এতে বরং ভেতরের দিকে পানি আরও ছড়িয়ে পড়ে এবং লজিক বোর্ড বা ব্যাটারি অংশে পানি পৌঁছে যায়। ফোনকে সোজাভাবে ধরে শুকনো জায়গায় রাখুন। এতে স্বাভাবিকভাবে পানি বেরিয়ে যাবে।

এমন পরিস্থিতিতে ফোন চার্জে দেওয়া বা অন করার চেষ্টা একেবারেই করবেন না। কারণ পানির আর্দ্রতা বিদ্যুতের সংস্পর্শে এসে সঙ্গে সঙ্গে শর্ট সার্কিট ঘটাতে পারে। আমরা বহুবার দেখেছি, শুধু এই ছোট্ট ভুলের কারণে এমন অনেক ফোন বাঁচানো যায়নি। 

ফোন শুকানোর সঠিক পদ্ধতি

iPhone পানিতে ভিজে যাওয়ার পর সেটিকে শুকানোর জন্য কেউ কেউ হেয়ার ড্রায়ার দিয়ে হট এয়ার ফ্লো দেয়, কেউ আবার রোদে ফেলে রাখে। বাস্তবে এসব পদ্ধতিতে রিক্স আরো বেশি। কারণ অতিরিক্ত হিটে ফোনের ব্যাটারি ফেঁপে উঠতে পারে বা ভেতরের সার্কিট নষ্ট হয়ে যেতে পারে।

 iPhone সঠিকভাবে শুকানো হলে আবার পুরোপুরি সচল করা সম্ভব। কিন্তু এখন প্রশ্ন হলো, ফোন শুকানোর সবচেয়ে নিরাপদ উপায়গুলো কী?

  • স্বাভাবিকভাবে শুকাতে দিনঃ প্রথমত, ফোনকে কোনোভাবেই গরম জায়গায় বা সরাসরি রোদে রাখবেন না। বরং ফোনটিকে একটি শুষ্ক ও স্বাভাবিক বাতাস চলাচল হয় এমন জায়গায় রাখুন। স্বাভাবিক বাতাসেই ধীরে ধীরে ফোনের ভেতরের আর্দ্রতা কমে যাবে। অনেক সময় ইউজাররা তাড়াহুড়ো করে ফোন দ্রুত অন করতে চান, কিন্তু আসল বিষয় হলো ফোনকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত। অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত ফোনকে একেবারে বন্ধ অবস্থায় শুকনো জায়গায় রেখে দিন।
  • সিলিকা জেল/ড্রাইং প্যাকেটঃ ফোন শুকানোর জন্য সিলিকা জেল বা ড্রাইং প্যাকেট ব্যবহার করা সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলোর একটি। এগুলো সাধারণত জুতা, ব্যাগ কিংবা ইলেকট্রনিক ডিভাইসের বাক্সে দেওয়া থাকে। এই সিলিকা জেল পানির আর্দ্রতা শোষণ করতে সক্ষম, ফলে ফোনের ভেতরে জমে থাকা আর্দ্রতা দ্রুত বের হয়ে আসে। এক্ষেত্রে ফোনটিকে একটি এয়ারটাইট কন্টেইনারে সিলিকা জেলের প্যাকেটসহ রেখে দিন। এতে করে স্বাভাবিক বাতাসে রাখার তুলনায় অনেক দ্রুত পানির আর্দ্রতা শুকিয়ে যাবে।
  • প্রচলিত পদ্ধতিঃ অনেকে প্রচলিত উপায়ে চালের ভেতরে ফোন ডুবিয়ে রাখেন। তবে আমরা দেখেছি, চাল কিছুটা আর্দ্রতা শোষণ করতে পারলেও এর কার্যকারিতা সীমিত। উপরন্তু, চালের ছোট ছোট দানা বা ধুলা চার্জিং পোর্ট কিংবা স্পিকারের ভেতরে ঢুকে আরও সমস্যা তৈরি করতে পারে। তাই এই পদ্ধতিকে আমরা নির্ভরযোগ্য সমাধান হিসেবে বলছি না।
  • টেকনিশিয়ানের থেকে ফোন শুকানঃ ফোন বাইরের দিকে শুকালেও ভেতরের সার্কিট, ব্যাটারি বা মাদারবোর্ডে আর্দ্রতা থেকে যেতে পারে। দক্ষ টেকনিশিয়ানরা ফোন খুলে ভেতরের অংশ ভালোভাবে শুকিয়ে দিতে পারে। সাধারণত তারা স্পেশাল ইকুইপমেন্ট, আইসোপ্রোপাইল অ্যালকোহল, ক্লিনিং বা হিট মেশিন ব্যবহার করে সার্কিট থেকে আর্দ্রতা দূর করেন। তাই ফোন ভিজে গেলে ঘরোয়া উপায়ে চালানোর চেষ্টা না করে দ্রুত একজন টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়া বেশ নিরাপদ। 

আসলে ফোন শুকানোর পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। অনেক সময় ২৪ ঘণ্টা পরেও পানির আদ্রতা থেকে যায়। তাই অন্তত দুই দিন সময় দেওয়া উচিত। শুকানোর পরও যদি ফোন চালু না হয় বা চার্জ না নেয়, তাহলে আর নিজে চেষ্টা না করে প্রোফেশনাল টেকনিশিয়ানের কাছে নেওয়াই হবে সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।

কখন টেকনিশিয়ানের কাছে যাবেন

সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে অনেক বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়। নিচে কিছু নির্দিষ্ট পরিস্থিতি উল্লেখ করা হলো, যেগুলো হলে অবশ্যই টেকনিশিয়ানের কাছে যেতে হবে।

ফোন একেবারে চালু না হলে

যদি ফোন একেবারেই পাওয়ার অন না হয়, তাহলে মাদারবোর্ড, পাওয়ার আইসি বা ব্যাটারি ড্যামেজ হবার সম্ভাবনা রয়েছে। পানির আর্দ্রতা এ ধরনের শর্ট সার্কিট ঘটাতে পারে, যার কারণে ফোন সম্পূর্ণভাবে ডেড হয়ে যায়।

সমাধান: টেকনিশিয়ানরা সাধারণত মাদারবোর্ড রিপেয়ার বা পাওয়ার আইসি রিপ্লেসমেন্ট করে থাকেন। আর যদি শুধু ব্যাটারি নষ্ট হয়ে থাকে, তাহলে নতুন ব্যাটারি রিপ্লেসমেন্ট করলেই সমস্যা সমাধান হতে পারে।

স্ক্রিন ব্ল্যাক হয়ে গেলে

অনেক সময় ফোন চালু থাকলেও স্ক্রিন একেবারে ব্ল্যাক হয়ে যায়। এ ক্ষেত্রে সাধারণত ডিসপ্লে প্যানেল, ডিসপ্লে কানেক্টর বা ব্যাকলাইট আইসি নষ্ট হয়। আবার মাদার বোর্ডের সাথে ডিসপ্লের কানেকশনেও সমস্যা হতে পারে।

সমাধান: এ ক্ষেত্রে সাধারণত ডিসপ্লে প্যানেল রিপ্লেস অথবা ব্যাকলাইট আইসি রিপেয়ার করতে হতে পারে। আর যদি শুধু কানেক্টরে জং ধরে থাকে, তবে সেটি পরিষ্কার করলেই ফোন সচল হবার সম্ভাবনা রয়েছে।

টাচ কাজ না করলে

যদি দেখেন যে ফোন অন হলো, স্ক্রিনও দেখা যাচ্ছে কিন্তু টাচ একদমই কাজ করছে না তাহলে এর মানে সাধারণত টাচ প্যানেল, টাচ আইসি বা ডিসপ্লে কানেক্টর পানির কারণে ড্যামেজ হয়েছে। অনেক সময় সামান্য আর্দ্রতাই ফোনের টাচ সেন্সরকে নষ্ট করে দিতে পারে।

সমাধান: সাধারণত টাচ প্যানেল রিপ্লেস বা টাচ আইসি রিপেয়ার করলেই সমস্যা সমাধান হয়। কখনো কখনো শুধু কানেক্টর পরিষ্কার করলেও টাচ ঠিক হতে পারে।

চার্জ নিলেও ফোন চালু না হলে

কিছু ক্ষেত্রে ফোন চার্জ নিলেও, ফোন চালু হয় না অথবা চালু হতে হতে বন্ধ হয়ে যায়। এ ধরনের সমস্যার পেছনে সাধারণত চার্জিং আইসি, পাওয়ার আইসি, ব্যাটারি কানেক্টর বা লজিক বোর্ডের কিছু সার্কিট দায়ী। এমন সমস্যায় ফোনে চার্জ হয় কিন্তু সেই চার্জ ব্যবহার করে ফোন চালু হতে পারে না।

সমাধান: এ অবস্থায় টেকনিশিয়ানরা সাধারণত চার্জিং আইসি রিপেয়ার বা রিপ্লেস করেন। প্রয়োজনে পাওয়ার আইসি বা ব্যাটারি কানেক্টরও পরিবর্তন করা হয়। 

মনে রাখবেন, এধরণের ট্যেকনিক্যাল রিপেয়ার বিশ্বস্ত ও অভিজ্ঞ টেকনিশিয়ানদের থেকেই করাবেন। ভুলভাবে রিপেয়ার অথবা নকল পার্টস আপনার ফোনকে স্থায়ী ভাবে ডেড করে দিতে পারে। 

তাই, আপনার iPhone পানিতে ভিজে গিয়ে যেকোনো জটিলতা তৈরি হলে Apple Gadget Care-এর মতো বিশ্বস্ত সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া সবচেয়ে নিরাপদ সমাধান। আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ানরা আধুনিক যন্ত্রপাতি এবং অফিসিয়ালি অথরাইজড পার্টস ব্যবহার করে আপনার ফোনকে নিরাপদে এবং দ্রুত সার্ভিস করে দিবে। আমরা ডিভাইসের প্রতিটি সমস্যা বিশেষভাবে টেষ্ট করে সমাধান করি। 

তাই আপনার ফোনের নিরাপত্তা নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন। 

সর্বশেষে বলা যায়, iPhone পানিতে ভিজলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আবারো মনে করিয়ে দিচ্ছি, ধৈর্যসহ সঠিক পদক্ষেপটি নিন। প্রথমেই ফোন বন্ধ করুন, সিম ও কভার খুলে শুকনো কাপড়ে মুছুন এবং ধৈর্য সহকারে শুকাতে দিন। আর যদি ফোন স্বাভাবিকভাবে কাজ না করে থাকে, তাহলে একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের কাছে নিন।

Chat with us