ফোন চার্জ হতে দেরি হয় কেন?

ফোন চার্জ হতে দেরি হয় কেন?

ফোন চার্জে লাগানোর পর স্বাভাবিক গতিতে চার্জ বাড়ার বদলে যদি কচ্ছপের গতিতে বাড়তে থাকে, তখন বিরক্তির কোনো সীমা থাকে না।  কিন্তু আসলে ফোন চার্জ হতে দেরি কেন হয়? আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমরা এমন অনেক চার্জিং ইস্যুর কেস পেয়েছি। সাধারণত এই সম্পর্কিত ভিন্ন ভিন্ন সমস্যা ভিন্ন ভিন্ন পদ্বতিতে সমাধান করা হয়ে থাকে। । আজ এই অভিজ্ঞতাই আপনাদের শেয়ার করবো। জানবেন কেন আপনার ফোন চার্জ হতে দেরি হয় আর এর সমাধানই বা কোথায়।

ফোন চার্জ হতে দেরি হয় কেন? কারণ ও সমাধান

ফোনের চার্জিং স্লো হবার পিছনে সবচেয়ে প্রচলিত কারণগুলো এবং এগুলোর সমাধান নিয়ে নিচে বিশদভাবে আলোচনা করা হলো:

চার্জারে সমস্যা

আমরা প্রায়শই দেখেছি যে, ফোন চার্জ হতে দেরি হওয়ার অন্যতম বড় কারণ হলো চার্জারের ক্যাপাসিটি আর কোয়ালিটির। অনেক সময় আমরা যে চার্জার ব্যবহার করি, সেটি হয়তো ফোনের এ্যাকুরেট পাওয়ার আউটপুট দিতে সক্ষম না। উদাহরণস্বরূপ, আপনার ফোন যদি 25W ফাস্ট চার্জ সাপোর্ট করে, কিন্তু আপনি 10W এর চার্জার ব্যবহার করেন- তাহলে চার্জিং স্পিড স্বাভাবিকভাবেই ধীর হবে।

আবার নকল বা নিম্নমানের চার্জার ব্যবহার করলে এসব চার্জার শুধু ধীর গতিতে চার্জ করে না, বরং ব্যাটারির দীর্ঘমেয়াদী ক্ষতির ঝুঁকিও বাড়ায়। সঠিক ভোল্টেজ ও কারেন্ট না পাওয়ার ফলে ব্যাটারির হেলথ দ্রুত নষ্ট হতে পারে।

সমাধান: সবসময় ফোনের অফিসিয়ালি অথরাইজড চার্জার ব্যবহার করুন। ফোনের স্পেসিফিকেশনে উল্লেখিত ওয়াট (W) অনুযায়ী চার্জার নিবেন। এতে চার্জিং স্পিডের পাশাপাশি আপনার ব্যাটারি হেলথও ভালো থাকবে।

কেবলের ত্রুটি

চার্জারের পাশাপাশি চার্জিং ক্যাবলও ফোনের চার্জিং স্পিডের উপর সরাসরি প্রভাব ফেলে। অনেক সময় ক্যাবলটি বাইরে থেকে ঠিকঠাক দেখালেও ভেতরের তারে ঝামেলা থাকতে পারে। বিশেষ করে মোচড় খাওয়া, বারবার ভাঁজ হওয়া বা দুই প্রান্তের সংযোগস্থলে ছিঁড়ে যাওয়ার কারণে কেবলের ভেতরের কন্ডাক্টর নষ্ট হয়ে যায়। এর ফলে ফোন প্রোপার পাওয়ার কনজিউম করতে পারে না এবং চার্জ হতে বেশি সময় নেয়।

এছাড়াও, ডেটা ক্যাবল এবং ফাস্ট চার্জ ক্যাবল মধ্যে পার্থক্য রয়েছে। সাধারণ ডেটা কেবল শুধু ডেটা ট্রান্সফারের জন্য তৈরি করা হয় এবং এর চার্জিং স্পিডও সীমিত থাকে। অন্যদিকে, ফাস্ট চার্জিং ক্যাবল হাই ভোল্টেজ ট্রান্সফার সাপোর্ট করে, ফলে চার্জ হয় দ্রুত।

সমাধান: সর্বদা আসল ও ভালো মানের ক্যাবল ব্যবহার করবেন। ফোনের চার্জিং স্ট্যান্ডার্ড (যেমন USB-C PD বা Quick Charge) সাপোর্ট করে এমন ক্যাবল দেখে কিনুন। ড্যামেজ হওয়া বা নিম্নমানের ক্যাবল ব্যবহার করবেন না।

ব্যাটারি হেলথ

সময়ের সাথে সাথে প্রতিটি লিথিয়াম-আয়ন ব্যাটারির আয়ু কমে আসে। সাধারণত ২-৩ বছর ব্যবহারের পর ব্যাটারি আগের মতো চার্জ নিতে পারে পারে না এবং দ্রুতই চার্জ শেষ হয়ে যায়। ব্যাটারি হেলথ কমে যাওয়ার আরেকটি বড় কারণ হলো , ইউজারের অতিরিক্ত চার্জ ও ডিসচার্জ সাইকেল। বারবার ব্যাটারিকে পুরোপুরি ডিসচার্জ করলে বা দীর্ঘ সময় ধরে 100% চার্জ অবস্থায় রাখলে ব্যাটারির কেমিক্যাল স্ট্রাকচার নষ্ট হয়ে যায়।

সমাধান: ফোনের সেটিংস বা থার্ড পার্টি ব্যাটারি ডায়াগনস্টিক অ্যাপ দিয়ে ব্যাটারি হেলথ দেখুন। যদি ব্যাটারির হেলথ উল্লেখযোগ্যভাবে কমে যায় (যেমন 80%-এর নিচে), তবে অথরাইজড সার্ভিস সেন্টার থেকে ব্যাটারি চেঞ্জ করে নিন। এতে ফোন আবার আগের মতো দ্রুত চার্জ নিবে এবং দীর্ঘ সময় চার্জ ধরে রাখবে।

সফটওয়্যার বা সিস্টেম সমস্যা

ফোনের হার্ডওয়্যার ছাড়াও, অনেক ক্ষেত্রে আমরা ফোন চার্জ হতে দেরি হওয়ার পেছনে সফটওয়্যার বা সিস্টেমের সমস্যা দেখেছি। বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ একসাথে চলতে থাকলে এগুলো প্রসেসর ও ব্যাটারির উপর প্রেসার দেয়, ফলে চার্জিং স্পিড কমে যায়। গেম, সোশ্যাল মিডিয়া বা লোকেশন-ট্র্যাকিং অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু থাকলেও চার্জিংয়ের সময় এগুলো ব্যাটারি ইউজ করতে থাকে। 

এছাড়া, সিস্টেম বাগ বা অপারেটিং সিস্টেম ও UI এর পুরনো ভার্সনও চার্জিংয়ের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। কিছু ক্ষেত্রে আবার ফোনে থাকা কোনো সফটওয়্যারের গ্লিচ ফোনের পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে বাধা দেয়।

সমাধান: চার্জ দেওয়ার আগে অপ্রয়োজনীয় অ্যাপ ক্লোজ করে দিন। পাশাপাশি, বাগ ফিক্স ও পারফরম্যান্স বেটার করতে ফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপসমূহ নিয়মিত আপডেট করুন। ফোনে থাকা থার্ড পার্টি অচেনা অ্যাপগুলোও আনইনস্টল করে দিন। 

চার্জিং পোর্টে ময়লা বা ধুলো জমা

ফোনের চার্জিং পোর্টে ধুলো, ময়লা বা ছোট ছোট কণা জমে যেতে পারে। এগুলো পোর্টের ভেতরে ব্লক তৈরি করে, যার ফলে চার্জারের কেবল ঠিকমতো কানেক্ট হতে পারে না। কানেকশন ঠিকমতো না হলে চার্জিং স্পিড উল্লেখযোগ্যভাবে কমে যায় বা মাঝপথে চার্জ বন্ধও হয়ে যেতে পারে।

এমনকি আমরা দেখেছি যে, অতি সূক্ষ্ম ধুলোও চার্জিং পিন ও কেবলের কানেকশনে বাধা সৃষ্টি করতে পারে। এগুলো অনেক সময় আমরা খেয়ালই করি না। আসলে দীর্ঘদিন পর সমস্যাটি বোঝা যায়।

সমাধান: চার্জিং পোর্ট সাবধানে পরিষ্কার করুন। কাঠি বা ধাতব কিছু ব্যবহার না করে, নরম ব্রাশ, টুথপিক বা কটন বাড ব্যবহার করুন যাতে পোর্ট ড্যামেজ না হয়। নিজে না পারলে অথরাইজড কোনো সার্ভিস সেন্টারের সাহায্য নিন।

তাপমাত্রা ও পরিবেশ

অতিরিক্ত গরম বা থান্ডা পরিবেশে চার্জিং স্লো হওয়াটা স্বাভাবিক। অতিরিক্ত গরম আবহাওয়ায় ব্যাটারির ভেতরের কেমিক্যাল রিঅ্যাকশন দ্রুত হয়। এতে ব্যাটারির ক্ষতি ঠেকাতে ফোনের চার্জিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে স্পিড কমিয়ে দেয়। অন্যদিকে, খুব ঠান্ডা আবহাওয়ায় কেমিক্যাল রিঅ্যাকশন ধীর হয়ে যায়, ফলে চার্জিং স্পিডও কমে যায় এবং ব্যাটারি স্বাভাবিক ক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে না। এই প্রক্রিয়াটিকেই মূলত বলে ব্যাটারি থ্রটলিং।

সমাধান: সবসময় স্বাভাবিক রুম টেম্পারেচারে (প্রায় 20°C–25°C) ফোন চার্জ করার চেষ্টা করুন। গরমে সরাসরি সূর্যের আলো থেকে ফোন দূরে রাখুন। ফোন অতিরিক্ত গরম হলে চার্জ দেওয়ার আগে ফোনকে কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় আনুন। এতে চার্জিং স্পিড স্বাভাবিক থাকবে এবং ব্যাটারির লাইফ বাড়বে।

ইউজারের যে অভ্যাসগুলো ফোন স্লো চার্জ করায়

ফোনের চার্জিং স্পিড কমে যাওয়ার পেছনে শুধু হার্ডওয়্যার বা সফটওয়্যার নয়, ইউজারের কিছু অভ্যাসও বড় ভূমিকা রাখে। অনেকেই চার্জিংয়ের সময় ফোনে গেম খেলেন, ভিডিও দেখেন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। এসব কাজের ফলে ফোনের প্রসেসর ও ডিসপ্লে অতিরিক্ত চার্জ কনজিউম করে, যার কারণে চার্জিং স্পিড উল্লেখযোগ্যভাবে কমে যায়।

এছাড়া, চার্জিংয়ের সময় হাই ব্রাইটনেসে স্ক্রিন চালু রাখা, লোকেশন বা ব্লুটুথ চালু রাখা, এবং অপ্রয়োজনীয় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু রেখে দেওয়াটাও চার্জিং স্পীড স্লো করার বড় কারণ। এমনকি বারবার ফোন প্লাগ ইন ও আনপ্লাগ করাও ব্যাটারি ও চার্জিং সিস্টেমের জন্য ক্ষতিকর।

স্লো চার্জিং সমস্যা সমাধানের সহজ টিপস

ফোন স্লো চার্জং সমস্যার সমাধান পেতে নিচের কিছু টিপস অনুসরণ করতে পারেন।

  • ফোনের অপারেটিং সিস্টেম, UI ও অ্যাপ আপডেট রাখুন।
  • এয়ারপ্লেন মোডে চার্জ দিন।
  • চার্জিং এর সময় ব্লুটুথ, Wi-Fi, GPS বন্ধ রাখুন।
  • চার্জিং টাইমে ফোন ব্যবহার কমান।
  • স্ক্রিন ব্রাইটনেস কমান বা বন্ধ রাখুন।
  • আসল ফাস্ট চার্জার ও ক্যাবল ব্যবহার করুন।
  • চার্জিং পোর্ট পরিষ্কার রাখুন।
  • সম্ভব হলে ফোন বন্ধ করে চার্জ দিন।

এই ছোট্ট অভ্যাসগুলোই আপনার ফোনের চার্জিং স্পিড বাড়াবে এবং ব্যাটারির হেলথ ঠিক রাখবে। 

কখন সার্ভিস সেন্টারে যাবেন

চার্জার, ক্যাবলের বা পোর্ট ঠিক থাকা সত্ত্বেও যদি ফোন চার্জ হতে খুব বেশী সময় লাগে বা একেবারে চার্জ নিচ্ছে না, এমন সমস্যা হলে পেশাদার টেকনিশিয়ানের কাছে যাওয়াই ভালো। এছাড়া ব্যাটারি অতিরিক্ত গরম, হঠাৎ বন্ধ হওয়া বা চার্জ ধরে না রাখার মতো সমস্যা দেখা দিলে প্রফেশনাল সার্ভিস সেন্টারের সাহায্য নিন। 

আপনারও কি ফোন চার্জিং, ব্যাটারি ডেড বা যেকোনো হার্ডওয়্যার সমস্যা? Apple Gadget Care-এ আসুন। আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ানরা, মানসম্মত পার্টস এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আপনার ডিভাইসকে দ্রুত এবং নিরাপদভাবে সার্ভিসিং করে দিবে।

তাই আপনার ফোনের পারফরম্যান্স ফিরে পেতে আজই ভিজিট করুনঃ www.applegadgetsbd.com  অথবা কল করুনঃ 09678148148

আসলে ফোন স্লো চার্জিং হওয়া বেশ বিরক্তিকর একটা বিষয়। আমাদের উল্লেখিত সমাধানগুলো একে একে ট্রাই করে দেখতে পারেন। আশা করা যায় আপনার চার্জং ইস্যু সমাধান হবে। তবুও যদি সমস্যা চলতে থাকে, তাহলে সার্ভিস সেন্টারের সাহায্য নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।

Chat with us