ব্যাকগ্রাউন্ড অ্যাপ কিভাবে ব্যাটারি খরচ করে?

ব্যাকগ্রাউন্ড অ্যাপ কিভাবে ব্যাটারি খরচ করে?

আপনি সবসময় ফোন ব্যবহার না করলেও কি, আপনার ফোনের ব্যাটারি ধীরে ধীরে খরচ হয়ে যাচ্ছে? এমন টা হওয়ার কারণ কি বুঝতে পারছেন না? তবে আজকের লেখাটি আপনার জন‍্যেই। এই সমস্যার মূল কারণ হলো মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ব্যাকগ্রাউন্ড অ্যাপ কি? এটি কিভাবে ফোনের চার্জ নষ্ট করছে এবং এর থেকে বাঁচার উপায় সমূহ সম্পর্কে।

প্রথমে জেনে নেই Background অ্যাপ কি? 

প্রতিদিনের কাজের জন‍্যে মোবাইলে আমরা যে অ্যাপ গুলো ব‍্যবহার করে থাকি, সেগুলোর মধ্যে কিছু আ্যপস সরাসরি স্ক্রিনে ব্যবহার না করলেও ফোনের ভেতরে নীরবে কাজ করতে থাকে। যেমন ইমেইল অ্যাপ নতুন মেইল রিসিভ করে, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন পাঠায়, বা আবহাওয়ার অ্যাপ নিয়মিত ডেটা আপডেট করে। অর্থাৎ এই অ্যাপগুলো ইন্টারনেট সংযোগে, অফ স্ক্রিনেও ফোনে সক্রিয় থাকে। এসকল অ্যাপস ব‍্যাবহারের কারণে দেখা যায় যে, ধীরে ধীরে আমাদের ফোনের ব‍্যাটারি খরচ হয়ে যায়। যদিও এগুলো ব্যবহারকারীর সুবিধার জন্য চালু থাকে, কিন্তু ব্যাটারি ও প্রসেসরের উপর চাপ সৃষ্টি করে।

কিছু নির্ধারিত অ্যাপ যেমন: ইন্সটাগ্রাম, ফেইসবুক, স্ন‍্যাপচ‍্যাট, হোয়াটসঅ্যাপ, ফিটবিট, উবার এবং এয়ারবিএনবিও এর মতো নিত‍্য প্রয়োজনীয় এসব অ্যাপ ব্যাকগ্রাউন্ড-এ চালু থেকে  মোবাইলের ব‍্যাটারির উপর প্রভাব ফেলে।

কিভাবে ব‍্যাকগ্রাউন্ড অ্যাপগুলো ব‍্যাটারি খরচ করে?

ব্যাকগ্রাউন্ড-এ  চলমান থাকা কিছু অ্যাপ বিভিন্ন উপায়ে ব‍্যাটারি খরচ করে থাকে। যেমন ধরুন ফোনের প্রসেসর ব‍্যবহার করে, ইন্টারনেট ব‍্যবহারের মাধ‍‍্যম,  ডেটা সংগ্রহ করে, ফোনে থাকা বিভিন্ন হার্ডওয়‍্যার যেমন ক‍্যামেরা, মাইক্রোফোন চালু রেখে ইত্যাদি। বিশেষ করে Apple ফোন ব্যবহারকারীরা  সর্বক্ষণই এ ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে।

১. প্রসেসরের ব‍্যবহারের মাধ‍্যমে 

মোবাইল ব‍্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলো ফোনের প্রসেসরকে ব‍্যস্ত রাখে যার ফলে, অতিরিক্ত শক্তি খরচ হয় এবং চার্জ ও হ‍্রাস পেতে থাকে।

২. ইন্টারনেট সংযোগের মাধ‍্যমে

মোবাইলের ইন্টারনেট (Wi-Fi বা Mobile Data) চালু থাকলে ফোনের বিভিন্ন অ্যাপ সার্ভারের সাথে ক্রমাগত ডেটা আদান-প্রদান করে। এর ফলে প্রসেসরকে সবসময় ব্যস্ত থাকতে হয়। যেমন ইমেইল অ্যাপস, স্ট্রিমিং অ্যাপস, ক্লাউড সার্ভিস অ্যাপস, সোশ্যাল মিডিয়া অ্যাপস ইত্যাদি।

৩. হার্ডওয়‍্যার অ‍্যাক্টিভিটির মাধ‍্যমে

কিছু বিশেষ অ্যাপ ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকাকালীন ফোনের ক্যামেরা, মাইক্রোফোন এবং জিপিএসের মতো হার্ডওয়্যার ব্যবহার করে, যার ফলে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায়। যেমন Google Maps / Apple Maps এবং Snapchat / Instagram ক্যামেরা ও মাইক্রোফোনে ব্যাকগ্রাউন্ড অ্যাক্সেস রাখতে পারে।

৪. ব‍্যাকগ্রাউন্ড ডেটা

মোবাইলের ব‍্যাকগ্রাউন্ডে এমন কিছু অ্যাপ চালু থাকে যা সহজেই ডেটা ডাউনলোড বা আপলোড করতে সক্ষম এবং সেই সাথে এটি ব‍্যাটারির উপরেও চাপ সৃষ্টি করে থাকে। যেমন Fitness/Health Tracking Apps, GPS, সেন্সর ও ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার করে।

যে সমস্ত অ্যাপগুলো বেশি ব‍্যাটারি খরচ করে

  1. সোশ‍্যাল মিডিয়া অ্যাপস 
  2. স্ট্রিমিং এবং গেইমিং অ্যাপস 
  3. উবার, পাঠাও এর মতো লাইভ লোকেশন, জিপিএস ট্র‍্যাকিং অ্যাপস
  4. ওয়েদার সাজেস্টিং অ্যাপস, হাই-এন্ডের গ্রাফিক‍্যাল ওয়ালপেপার, লাইভ ওয়ালপেপার 
  5. গুগল ম‍্যাপ, ইত্যাদি। 

১. সোশ‍্যাল মিডিয়া অ্যাপস 

কিছু সোশ‍্যাল মিডিয়া অ্যাপস ব্যাকগ্রউন্ডে আপনার ফোনের ব‍্যাটারি খরচ করে ফেলে তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: ফেইসবুক, ইন্সটাগ্রাম, টিন্ডার, বাম্বেল, স্ন‍্যাপচ‍্যাট এবং হোয়াটসঅ্যাপ ইত‍্যাদি। যেহেতু এই ধরনের অ্যাপ আমরা দৈনন্দিন কাজের জন্য নিয়মিত ব্যবহার করি, তাই এগুলোকে ব্যাকগ্রাউন্ড থেকে পুরোপুরি মুছে ফেলা যায় না। তবে স্বাভাবিক ব্যবহারের মধ্যেই ফোনের চার্জের একটি বড় অংশ এই অ্যাপগুলোই খরচ করে ফেলে।

২. স্ট্রিমিং এবং গেইমিং অ্যাপস 

বিভিন্ন ধরনের স্ট্রিমিং এবং গেইমিং অ্যাপসের ব‍্যবহারের ফলেও মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। বিশেষ করে, যারা মোবাইলের ডাটা অথবা ইন্টারনেট অন রেখে গেইম খেলেন তারা বেশিরভাগ সময়েই দেখবেন যে আপনার ফোনের চার্জ দ্রুত হ্রাস পাচ্ছে। তার কারণ একদিকে মোবাইলের ইন্টারনেট সংযোগে ব্যাটারি দ্রুত খরচ হয় এবং অন্যদিকে গেম খেলার ফলে ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়ে। এর ফলে চার্জ দ্রুত শেষ হয়ে যায় এবং একইসাথে মোবাইলের তাপমাত্রাও বেড়ে যায়।

৩. উবার, পাঠাও এর মতো লাইভ লোকেশন অ্যাপস 

অনেকের ফোনেই উবার, পাঠাও এর মতো অ্যাপ গুলো ডাউনলোড করা থাকে যাতে প্রয়োজনের সময় ব‍্যবহার করা যায়। কিন্তু এসব অ্যাপগুলো আপনার ফোনের ডাটা যতক্ষণ অন থাকে ততক্ষণই সক্রিয় থাকে। ফলে, এগুলোর মাধ‍্যমেও ফোনের ব‍্যাটারি খরচ হয়ে যায়। 

৪.  ওয়েদার সাজেস্টিং অ্যাপস, হাই-এন্ডের গ্রাফিক‍্যাল ওয়ালপেপার, লাইভ ওয়ালপেপার অ্যাপস

আপনার ফোনের মধ‍্যে যদি ওয়েদার সাজেস্টিং অ্যাপস, হাই-এন্ডের গ্রাফিক‍্যাল ওয়ালপেপার, লাইভ ওয়েলপেপার অ্যাপস  থাকে, সেগুলোর কারণে ব্যাটারি দ্রুত খরচ হতে পারে। এমনকি ফোন চালু না থাকা সত্ত্বেও লাইভ ওয়ালপেপার থাকলে চার্জ ৯০% থেকে ১০–২০% পর্যন্ত কমে যেতে পারে। 

৫. গুগল ম‍্যাপ এর ব‍্যবহার

অচেনা জায়গায় রেস্টুরেন্ট, শপিংমল, কিংবা পরিচিত কারো বাসা খুঁজে পেতে আমরা অনেক সময় মোবাইলের জিপিএস লাইভ লোকেশন অন রেখে, গুগল ম‍্যাপ ব‍্যবহার করে থাকি। আবার অনেকে গুগল এর ভয়েস কমান্ড ও ব‍্যবহার করে থাকেন। এগুলো ফোনের ব্যাটারি ড্রেন করে। এই অ্যাপগুলো ফোনের মধ‍্য থেকে পুরোপুরি আনইন্সটল করা যায় না। বরং আপনি যতক্ষণ কাজ করছেন ফোনের মধ‍্যে এই এপ্লিকেশনগুলো সক্রিয় থাকে যার ফলে ব‍্যাটারির চার্জ ও কমে যেতে থাকে।

মোবাইলের ব‍্যাটারির চার্জ ধরে রাখতে করণীয়-

নিচে কিছু টিপস শেয়ার করা হলো যা অনুসরণ করে আপনার ফোনের ব‍্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়া রোধ করতে পারবেন। এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন- 

  • মোবাইলে পাওয়ার সেভিং মোড চালু করে রাখলে ব‍্যাটারির চার্জ দীর্ঘসময় ধরে রাখা যায়। 
  • মোবাইলের মধ‍্যে ডার্ক মোড চালু করুন এতে ও আপনার ফোনের ব‍্যাটারির চার্জ সেইভ হবে। 
  • ফোনে Automatic Wifi Search অপশন চালু থাকলে,  আপনি যেখানে যান সেখানেই ফোন আশেপাশের নেটওয়ার্ক খুঁজতে থাকে। এর ফলে অ্যাপগুলো বারবার active হয় এবং ফোনের উপর অতিরিক্ত চাপ পড়ে। এই অতিরিক্ত লোডের কারণে ব্যাটারি দ্রুত কমে যায়।
  • ব‍্যাকগ্রাউন্ডে রানিং থাকা অ্যাপগুলোকে লিমিটেড করুন। 
  • আপনার এন্ড্রোয়েড ফোনের ব‍্যাটারি লাইফ বাড়ানোর জন‍্যে ম‍্যানুয়ালি স্ক্রিন পিক্সেল অপশনটিকে ডিসেবল করে রাখতে পারেন। এতে করে ব‍্যাটারির চার্জিং ক‍্যাপাসিটি এবং ধারণক্ষমতা অনেকখানি বৃদ্ধি পাবে। 
  • অ্যান্ড্রয়েড ফোনে থাকা Google Assistant অ্যাপটি ডিসেবল করে দিন। একইসাথে যে অ্যাপগুলো অস্বাভাবিকভাবে বেশি চার্জ খরচ করছে, সেগুলোকে নিয়মিত মনিটর করুন
  • আমাদের ফোনের ব‍্যাকগ্রাউন্ডে আগে থেকেই ইন্সটল হয়ে থাকা কিছু অ্যাপস থাকে যা ইন্টারনেট চালুর সাথে সাথেই  সক্রিয় হয়ে ওঠে। এসমস্ত অ্যাপের সক্রিয়তা বন্ধ করতে মোবাইলের সেটিংস এ গিয়ে “Background data access disable” অপশনটি চালু করে দিন। এর ফলে, আপনার ফোনের চার্জও আর দ্রুত শেষ হয়ে যাবেনা। 
  • এন্ড্রয়েড এর ব‍্যাটারি খরচ কমাতে Lite apps বা Website ব‍্যবহার করুন। 
  • ফোনের Sync settings পরিবর্তন করুন। যদি কোনো অ্যাপ ফোন থেকে অন্য ডিভাইসে Sync করা থাকে, তাহলে সেটি ব্যাকগ্রাউন্ডে চালু থেকে বারবার নিজেকে রিফ্রেশ করতে পারে। তাই ব্যাটারি সাশ্রয়ের জন্য Auto Sync Data অপশনটি বন্ধ করে রাখা ভালো।
  • ফোনের অটো ব্রাইটনেস মোড ইনএ‍্যাবল করে দিতে পারেন, সেই সাথে ফোনের স্ক্রিন টাইম আউট ও কমিয়ে দিন। এটি ফোনের চার্জ অনেকখানি সেইভ করবে।
  • সব সময় অরজিনাল চার্জিং ডিভাইস ব্যবহার করুন। লোকাল মার্কেট এর নকল চার্জার ব্যবহার করলে ব্যাটারির health নষ্ট হয়ে যায়। বিশেষ করে অ্যাপেল Apple gadget ব্যবহারকারীদের authentic accessories যেমন high-capacity power adapters, wireless chargers ব্যবহার করা জরুরী। এতে ব্যাটারি দ্রুত চার্জ করা যায়। আর এই authentic accessories গুলো সহজেই Apple Gadgets BD তে পেতে পারেন।

উপরের এই কাজগুলো করলেও আপনার ফোনের চার্জ ধীরগতিতে ফুরোবে এমনটা আশা করা যায়। এবং আপনাকেও বারবার ফোন চার্জ করার ঝামেলায় পরতে হবেনা।  

পরিশেষে

ফোনের মধ্যে যদি কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাপ সক্রিয় থাকে, তাহলে সেটি ব্যাটারি ও প্রসেসর দুটোকেই প্রভাবিত করে। যদিও অনেক Android অ্যাপকে পুরোপুরি আনইনস্টল করা সম্ভব নয়, তবে এগুলোকে সাময়িকভাবে ফ্রিজ করা বা ফোন চালানোর সময় বন্ধ রাখা যায়। এতে ফোনের ব্যাটারি অনেকটা সাশ্রয় হয়। এছাড়াও চেষ্টা করুন অপ্রয়োজনীয় অ্যাপস আনইনস্টল করতে। তবে অনেক ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা কিছু অ্যাপ খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, যা আনইনস্টল করা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া এড়িয়ে চলতে ভালো একটি Power Bank সাথে রাখতে পারেন। 

FAQ –

ফোনের ব‍্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো কি ফোনের চার্জ শেষ করে দেয়? 

হ‍্যা, ফোনের ব‍্যাকগ্রাউন্ড অ্যাপসগুলোতে চলতে থাকা অ্যাপসগুলোর জন‍্যেও ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। এর জন‍্যে এই অ্যাপসগুলোর এক্টিভিটি গুলোকে সীমিত রাখা জরুরি। 

ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপস কীভাবে দেখবেন?

ফোনে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপস চেক করতে, স্ক্রিনের নিচে থাকা বর্গক্ষেত্র (Recent Apps) বা তিনটি লাইন (Menu/Overview) আইকনে ট্যাপ করুন। এতে আপনি সহজেই দেখতে পারবেন কোন কোন অ্যাপ বর্তমানে ব্যাকগ্রাউন্ডে সক্রিয় আছে।

কোন ধরনের অ্যাপগুলো ফোনের ব‍্যাটারি নিয়ন্ত্রণ করে থাকে?

বিভিন্ন ধরনের সোশ‍্যাল মিডিয়ার অ্যাপ যেমন ফেইসবুক, ইন্সটাগ্রাম, ওয়াটসঅ্যাপ, স্ন‍্যাপচ‍্যাট ইত‍্যাদি অ্যাপগুলো সক্রিয় থাকলে সেটি ফোনের ব‍্যাটারির চার্জকে দ্রুত কমিয়ে দেয়। এছাড়াও অন‍্যান‍্য লাইভ অ্যাপস গুলো যদি ব‍্যাকগ্রাউন্ডে চালু থাকে তখনো ফোনের ব‍্যাটারির চার্জ কমে যেতে থাকে।

ফোনের ব‍্যাটারি সাশ্রয়ের উপায় গুলো কি কি?

ফোনের ব‍্যাটারি সাশ্রয় করতে আপনি ফোনের ব‍্যাকগ্রাউন্ড অ্যাপের অ‍্যাক্টিভিটি সীমিত করতে পারেন সেই সাথে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখতে পারেন। এর পাশাপাশি, ব‍্যাকগ্রাউন্ড রিফ্রেশ করার অপশনটি বন্ধ রাখলেও চার্জ অনেকটা সাশ্রয় হয়ে থাকে। 

Chat with us