“Cannot Take Photo – Storage Full” – এই নোটিফিকেশন দেখে কতবার হতাশ হয়েছেন? আইফোন ব্যবহারকারীদের সবচেয়ে কমন সমস্যাগুলোর মধ্যে একটি হলো স্টোরেজ ফুল হয়ে যাওয়া। অ্যাপ ডাউনলোড করতে পারছেন না, নতুন ছবি তুলতে পারছেন না, এমনকি ফোন আপডেট করাও সম্ভব হচ্ছে না। ভেবে পাচ্ছেন না কীভাবে আইফোনে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার সমস্যার সমাধান করবেন। আপনি মাত্র কয়েকটি সিম্পল স্টেপ ফলো করে অনায়াসে স্টোরেজ ফ্রি করতে পারেন, আজকের গাইডে থাকছে এই সমস্যার প্রমাণিত ও কার্যকর সমাধান।
আইফোনে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণ
iPhone-এর স্টোরেজ সাধারণত দ্রুত ফুল হয়ে যায় যখন ফোনের স্টোরেজে বেশি ছবি ও ভিডিও সেইভ হয়, অনেক অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল থাকে এবং বিভিন্ন অ্যাপের Cache বা অস্থায়ী ডাটা জমা হতে থাকে। এছাড়া পুরোনো মেসেজের সঙ্গে থাকা ছবি, ভিডিও ও ভয়েস নোটও স্টোরেজের বড় অংশ দখল করে নেয়। সময়ের সাথে সাথে iPhone-এর সিস্টেম ডাটাও (System Data) বেড়ে যায়, যা অনেক ব্যবহারকারী খেয়াল করেন না।
আইফোনে স্টোরেজ ফুল হয়ে গেলে কী করবেন?
আইফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে মোটেও দুশ্চিন্তা করবেন না। নিচে কিছু সহজ ও কার্যকর সমাধান আলোচনা করা হল যেগুলো অনুসরণ করলে আপনার আইফোনের স্টোরেজ ফ্রি করতে পারবেন।
১) কোন অ্যাপ কত জায়গা নিচ্ছে তা দেখুন
সবার আগে iPhone-এর স্টোরেজ সমস্যার সমাধান করতে হলে জানতে হবে কোন অ্যাপ বা ডেটা সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে। কারণ, সঠিক তথ্য না জেনে অ্যাপ ডিলিট করলে অনেক সময় প্রয়োজনীয় ডেটা মুছে যাওয়ার ঝুঁকি থাকে, আবার আসল সমস্যা থেকেই যায়।
- কীভাবে স্টোরেজ ব্যবহার দেখবেন:
Settings → General → iPhone Storage
এই অপশনে ঢুকলে উপরের দিকে আপনি একটি কালার গ্রাফ দেখতে পাবেন। এই গ্রাফটি দেখায় আপনার মোট স্টোরেজের কত অংশ ছবি, ভিডিও, অ্যাপ, System Data বা অন্যান্য ফাইল ব্যবহার করছে। প্রতিটি রঙ আলাদা আলাদা ক্যাটাগরির স্টোরেজ ব্যবহার বোঝায়, ফলে এক নজরেই ধারণা পাওয়া যায় কোন ধরনের ডেটা বেশি জায়গা নিচ্ছে।
গ্রাফের নিচে আপনি পাবেন অ্যাপগুলোর একটি তালিকা, যেখানে কোন অ্যাপ কত স্টোরেজ ব্যবহার করছে তা বড় থেকে ছোট ক্রমানুসারে দেখানো থাকে। এতে সহজেই বোঝা যায় কোন অ্যাপগুলো অপ্রয়োজনীয়ভাবে বেশি জায়গা দখল করে রেখেছে।
এই তথ্যগুলো দেখার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন—
- কোন অ্যাপ ডিলিট করা দরকার।
- কোন অ্যাপ Offload করলেই চলবে।
- কোন ছবি, ভিডিও বা ডেটা রিমুভ করা প্রয়োজন।
iPhone Storage অপশনটি ব্যবহার করলে আন্দাজে নয়, বরং সঠিক তথ্যের ভিত্তিতে স্টোরেজ ম্যানেজ করা অনেক সহজ ও নিরাপদ হয়ে যায়।
২) অপ্রয়োজনীয় অ্যাপ Delete বা Offload করুন
অনেক অ্যাপ আছে যেগুলো আমরা মাসের পর মাস ব্যবহারই করি না। স্টোরেজ ক্লিন করতে চাইলে
দুইটি অপশন পাবেন:
- Delete App: অ্যাপ ও তার ডাটা পুরোপুরি মুছে যাবে।
- Offload App: Offload মানে হলো ডাটা না হারিয়ে অ্যাপ সাময়িকভাবে সরিয়ে রাখা। অর্থাৎ অ্যাপ মুছে যাবে, কিন্তু ডাটা থাকবে, পরে আবার ইনস্টল করা যাবে।
এভাবে করতে পারেন:
Settings → General → iPhone Storage → App সিলেক্ট করুন
৩) ছবি ও ভিডিও ক্লিন করুন
স্টোরেজ ক্লিন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে Photos ও Videos রিমুভ করে ফেলা। কারন iPhone এ সবচেয়ে বেশি জায়গা নেয় Photos ও Videos।
কী করবেন:
- ডুপ্লিকেট বা অপ্রয়োজনীয় ছবি ডিলিট করুন।
- বড় সাইজের ভিডিও মুছে ফেলুন।
- Recently Deleted ফোল্ডার অবশ্যই ক্লিয়ার করুন।
এছাড়াও iCloud Photos ব্যবহার করুন। iCloud হলো Apple-এর ক্লাউড স্টোরেজ, যেখানে ডাটা অনলাইনে সেইভ থাকে। iCloud Photos অন করলে আপনার ছবি অনলাইনে সেইভ হবে, আর ফোনে ছোট সাইজের প্রতিলিপি থাকবে।
৪) Safari ও অ্যাপের Cache ক্লিয়ার করুন
অনেক অ্যাপ ও ব্রাউজার অস্থায়ী ফাইল ফোনে স্টোর করে রাখে, যাকে বলা হয় Cache। এটি হলো অস্থায়ী ডাটা, যা অ্যাপ দ্রুত চালাতে সাহায্য করে, কিন্তু বেশি হলে স্টোরেজ ফুল করে ফেলে। কিছু অ্যাপের ক্ষেত্রে ক্যাশ ক্লিয়ার করতে অ্যাপ ডিলিট করে আবার ইনস্টল করতে হয়।
Safari Cache ক্লিয়ার করতে:
Settings → Safari → Clear History and Website Data
৫) পুরোনো মেসেজ ও মিডিয়া ফাইল মুছুন
WhatsApp, iMessage বা SMS এ থাকা ছবি, ভিডিও ও ভয়েস নোট অনেক জায়গা নেয়। এক্ষেত্রে সমাধান হচ্ছে-
- বড় মেসেজ থ্রেডগুলো ডিলিট করুন।
- Settings → Messages → Keep Messages
- এখানে 30 Days বা 1 Year সিলেক্ট করুন।
এতে পুরোনো মেসেজ নিজে থেকেই ডিলিট হয়ে যাবে।
৬) ফাইল ক্লাউডে রেখে ফোন থেকে ডিলিট করুন
iPhone-এ বড় সাইজের ডকুমেন্ট, ভিডিও বা ব্যাকআপ ফাইল থাকলে স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। এ সমস্যার সহজ সমাধান হলো ফাইলগুলো iCloud Drive বা Google Drive-এ আপলোড করা। এতে ফাইল নিরাপদে সংরক্ষিত থাকে এবং প্রয়োজন হলে যেকোনো সময় অ্যাক্সেস করা যায়। আপলোড সম্পন্ন হলে ফাইলগুলো ফোন থেকে ডিলিট করলে লোকাল স্টোরেজ ফাঁকা হয়, ফলে iOS আরও স্মুথভাবে কাজ করে।
৭) iPhone Restart ও iOS Update করুন
কখনো কখনো System Data অপ্রয়োজনীয়ভাবে বড় হয়ে যায়। এই সমস্যার সবচেয়ে সহজ সমাধান হলো iPhone Restart করা। রিস্টার্টের সময় iOS অনেক অপ্রয়োজনীয় টেম্পোরারি ফাইল ও সিস্টেম ক্যাশ স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করে, ফলে System Data-এর সাইজ কমে আসে এবং ফোনের পারফরম্যান্স উন্নত হয়।
এছাড়াও, সবসময় সর্বশেষ iOS Update ইনস্টল রাখা জরুরি। নতুন আপডেটে Apple স্টোরেজ ম্যানেজমেন্ট আরও অপ্টিমাইজ করে এবং যেসব বাগের কারণে System Data অস্বাভাবিকভাবে বড় হয়, সেগুলো ঠিক করে। তাই স্টোরেজ সমস্যা বারবার হলে রিস্টার্ট ও আপডেট এই দুইটি সহজ ধাপই সবচেয়ে কার্যকর সমাধান।
ভবিষ্যতে আইফোনে স্টোরেজ ফুল হওয়া এড়াতে টিপস
ভবিষ্যতে যেন বারবার iPhone-এর স্টোরেজ ফুল হয়ে না যায়, সেজন্য কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি।
প্রথমত, মাসে অন্তত একবার iPhone Storage চেক করা উচিত। এতে কোন অ্যাপ বেশি জায়গা নিচ্ছে আগেই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়।
দ্বিতীয়ত, Unused Apps Offload চালু রাখা কার্যকর সমাধান। এতে অপ্রয়োজনীয় অ্যাপ ফোন থেকে মুছে যাবে কিন্তু তাদের ডাটা থেকে যাবে। ফলে প্রয়োজন হলে সহজেই অ্যাপটি আবার ব্যবহার করা যাবে এবং স্টোরেজও বাঁচবে।
এছাড়া, নিয়মিত ছবি ও ভিডিও ব্যাকআপ নিন। iCloud বা অন্য কোনো ক্লাউড স্টোরেজে ছবি সেইভ করে রাখলে ফোনের ভেতরের জায়গা খালি থাকে এবং ডাটা হারানোর ঝুঁকি কমে।
অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করা এড়িয়ে চলুন। অনেক সময় কৌতূহলবশত অ্যাপ ইনস্টল করা হয়, কিন্তু পরে আর ব্যবহার করা হয় না এসব অ্যাপ স্টোরেজ ফুল করার অন্যতম কারণ।
সবশেষে, সবসময় চেষ্টা করবেন অন্তত ১–২ GB ফাঁকা জায়গা iPhone-এ রেখে দিতে। এতে ফোনের পারফরম্যান্স ভালো থাকে, অ্যাপ স্মুথভাবে কাজ করে এবং iOS আপডেট বা জরুরি প্রসেসে সমস্যা হয় না।
পরিশেষ
আইফোনের স্টোরেজ ম্যানেজমেন্ট আসলে কোনো জটিল বিষয় নয়। নিয়মিত ক্লিনআপ, অপ্রয়োজনীয় ফাইল ডিলিট এবং ক্লাউড স্টোরেজ ব্যবহার করলে আপনি সহজেই এই সমস্যা এড়াতে পারবেন। আজকের শেয়ার করা টিপসগুলো ফলো করে আপনার ডিভাইসকে রাখুন সবসময় ফ্রেশ এবং ফাস্ট। মনে রাখবেন, একটি প্রপার স্টোরেজযুক্ত আইফোনই দিতে পারে সেরা পারফরম্যান্স। সঠিক রক্ষণাবেক্ষণে আপনার আইফোন নতুন মেমোরি তৈরি করতে সবসময় রেডি থাকবে।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.

