Terms & Conditions for Gift Voucher
১. Apple Gadgets Care এর যেকোন সেবা নিতে সম্মানিত কাস্টোমারগন এই ডিস্কাউন্ট ভাউচার কার্ডটি ব্যবহার করে নির্দিষ্ট অফারটি নিতে পারবেন।
২. যেহেতু প্রতিটি ডিস্কাউন্ট ভাউচার এ একটি করে Unique Code থাকে সেই ক্ষেত্রে একটি ডিস্কাউন্ট ভাউচার Redeem করে সর্বোচ্চ একটি সার্ভিস গ্রহন করতে পারবেন। পরবর্তী ডিস্কাউন্ট ভাউচার Redeem করতে হলে নতুন আর একটি ডিস্কাউন্ট ভাউচার নিতে হবে।
৩.যেহেতু ডিস্কাউন্ট ভাউচার ছাড়া ও আমাদের অন্যান্য ডিস্কাউন্ট ক্যাম্পেইন ও চলে তাই আপনার কাছে যদি এই ডিস্কাউন্ট ভাউচার ছাড়া ও অন্য ডিস্কাউন্ট কোড থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি দুইটির মধ্যে যে কোন একটি ব্যাবহার করতে পারবেন ।
৪. ডিস্কাউন্ট ভাউচার Redeem করতে হলে অবশ্যই আমাদের কেয়ারে ভিসিট করার সময় ভাউচার টি সাথে করে নিয়ে আসতে হবে এবং ঢাকার বাহির থেকে যারা ক্যুরিয়ার এর মাধ্যমে সার্ভিস গ্রহন করে থাকেন তাদের অবশ্যই ডিভাইস ক্যুরিয়ার করার সময় ভাউচার টি ও সাথে দিয়ে দিতে হবে।
অসংখ্য ধন্যবাদ Apple Gadgets Care এর সাথে থাকার জন্য, আশা করছি আমাদের সার্ভিসে আপনি সন্তুষ্ট হবেন, এবং ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন।
যেকোনো সময় পূর্বের কোনো ঘোষণা ছাড়াই AppleGadgets যেকোনো পলিসি পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন করার ক্ষমতা রাখে।
* শর্ত প্রযোজ্য *
Bashundhara City Shopping Mall
Shop No. 04, Block B, Level 3
Jamuna Future Park
Level 4, Zone A (West Court), Shop 16B1
For any query : 09678149149