স্মার্টফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখবেন যেভাবে- 5 টি Protection Hacks

Display Protection Tricks and Tips

Smartphone এর Display সাধারণত ২ ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। Hardware জনিত সমস্যা এবং Software জনিত সমস্যা। কিছু সতর্কতা গ্রহণ করলে ২ ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই Display সুরক্ষিত রাখা সম্ভব। স্মার্টফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখবেন যেভাবে-

Display Protection এর 5 টি Hacks

1. Glass Protector 

Display এর ওপর ভালো মানের একটি Screen Protector লাগিয়ে নিলে এর সুরক্ষা কয়েক গুণ বেড়ে যায়। ফলে হালকা আঘাতে Display ভাঙার আশঙ্কা কমে যায়। হাত থেকে পড়লে প্রথমে অতিরিক্ত Protector টি ভেঙে যায় এবং Display ভাঙন ঠেকায়।

2. ভালো মানের Cover ব্যবহার

Smartphone এ ভালো মানের Cover ব্যবহার এটির সুরক্ষা বাড়িয়ে দেয় কয়েক গুণ। Cover কেনার সময় অবশ্যই শক্ত গড়নের কিংবা রাবারের Cover বেছে নিতে হবে। Cover যাতে Smartphone এর কোনা গুলো ঢেকে রাখতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। সস্তা Cover না কিনে ভাল মানের কাভার ব্যবহার করতে হবে।

3. Software জনিত সমস্যা

সাময়িক সমস্যার সমাধান হিসেবে প্রথমেই Smartphone টি Reboot করা যেতে পারে। Third Party Background Service এবং Proccessore এর কারণে Display এর সমস্যা দেখা দিলে Rebooting করার মাধ্যমে ফলাফল পাওয়া যায়। কোনো কাজ করার সময় Apps Crush করে Display Glitching সমস্যা শুরু হলে Restart এর মাধ্যমে ফোনের Memory Refresh করা যায়। এটি করার পর সমাধান না হলে ফোনে সর্বশেষ Install করা Apps গুলো রিভিউ করতে হবে। পরে আবার এমন সমস্যা দেখা দিলে Expert Technician এর সাথে যোগাযোগ করতে হবে।

4. Reset করা

Smartphone এর যাবতীয় সমস্যার সাধারণ Trubolshoot হিসেবে কাজ করে rebooting। তবে Reboot করার পর Display এর সমস্যার সমাধান না হলে Hard Reset করা যেতে পারে। এর মাধ্যমে Smartphone Factory Settings থেকে Restore করে Catch Memory Clear করবে। 

এ ক্ষেত্রে ফোনে কোনো প্রক্রিয়াহীন ডেটাজনিত কারণে সমস্যা দেখা দিলে সেটি ঠিক হয়ে যাবে। তার আগে অবশ্যই প্রয়োজনীয় তথ্য Backup সংরক্ষণ করতে হবে। 

5. Device Update করা

পুরোনো Update এর জন্য অনেক সময় Glitching সমস্যা হয়। এ ক্ষেত্রে নতুন Update পেলে Smartphone এর সমস্যার সমাধান পাওয়া যায়। এজন্য Settings > System > System update এ গিয়ে Update করলেই হবে। সব কিছু ফলো করার পরেও যদি আপনার প্রিয় Device টিতে সমস্যা দেখা দেয় তবে আপনার জন্য আছে Apple Gadgets Care এর Expert Technician

 

Chat with us