তীব্র গরমে Smartphone কে বিস্ফোরণ থেকে বাঁচান!

তীব্র গরমে স্মার্টফোনের সুরক্ষায় করণীয়

আজকাল প্রায়ই স্মার্টফোন বিস্ফোরণ কিংবা আগুন ধরে যাওয়ার খবর শোনা যায়। বিশেষ করে বর্তমান সময়ে বেশি তাপমাত্রার কারণে এই ঘটনাগুলো বেশী হচ্ছে। মূলত স্মার্টফোনে খুব কম জায়গায় হাই ক্যাপাসিটির ব্যাটারি ফিট করা থাকে। আর ফোনে আগুন ধরে যাওয়া বা বিস্ফোরিত হওয়ার বেশিরভাগ ঘটনা এর ব্যাটারির সাথেই সম্পর্কিত।

 

তীব্র গরমে স্মার্টফোন বিস্ফোরণের কারন এবং সুরক্ষায় করণীয়

 

1. খুব উচ্চ তাপমাত্রা

ফোন সরাসরি সূর্যের আলোতে বা ঘরের মধ্যে রেখে দিলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ বা আগুন ধরে যেতে পারে। তাপমাত্রা খুব বেশি হলে ফোনে লাগিয়ে রাখা মোটা কেস বা কভারের কারণেও সমস্যা হতে পারে। এছাড়া ফোনের ওপর বেশি চাপ পড়লেও তা গরম হয়ে যায়। তাই এই বিষয় গুলোর দিকে নজর রাখতে হবে । 

2. খারাপ ব্যাটারি

ফোনের ব্যাটারি পুরোনো বা ক্ষতিগ্রস্ত হলে তাতে আগুন লাগার আশঙ্কা বাড়ে। যদি মনে হয়, স্মার্টফোনের ব্যাটারিতে কোনো সমস্যা আছে বা সেটি ফুলে গেছে, তাহলে এই গরমে দ্রুত সার্ভিস সেন্টারে গিয়ে তা পরীক্ষা করুন।

3. অতিরিক্ত চার্জ

অনেকেই সারাদিন ফোন ব্যবহার করেন এবং সারারাত ফোন চার্জে বসিয়ে রাখেন। যা একেবারই উচিত নয়। ব্যাটারি নষ্টের আরেকটি কারণ অতিরিক্ত চার্জ দেওয়া। এতে ফোন বিস্ফোরণ হতে পারে। ফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হয়ে গেলেই তা চার্জার থেকে খুলে রাখা বাধ্যতামূলক।

4. ক্রমাগত ব্যবহার

দীর্ঘ সময় ধরে স্মার্টফোনে গেম খেলা বা ভিডিও দেখলে বেশি তাপ উৎপন্ন হয় এবং আগুন ধরে যেতে পারে। তাই এই সময় একটানা ফোন ব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখুন। এছাড়া চার্জ দিয়ে ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। এছাড়াও রোদের মধ্যে বেশিক্ষণ স্মার্টফোন রাখা যাবে না। এতে ব্যাটারি গরম হয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। ফোন কোনোভাবে গরম হয়ে গেলে দ্রুত ব্যবহার বন্ধ করুন।

5. ফোনের জন্য কুলিং ফ্যান

ফোন গরম হয়ে যাওয়ার সমস্যা হলে কুলিং ফ্যান ব্যবহার করা যেতে পারে। এখন বাজারে বিভিন্ন ধরনের ডিজাইনের এবং বিভিন্ন ধরনের দামের কুলিং ফ্যান পাওয়া যায়। এমনকী নানা ধরনের কুলিং কেসও রয়েছে স্মার্টফোনের জন্য। প্রয়োজন হলে এ ধরনের গ্যাজেট কিনে নেওয়া যেতে পারে।

 

উপরোক্ত বিষয় গুলো সঠিক ভাবে খেয়াল রাখলে এই গরমে আপনার স্মার্টফোন বিস্ফোরণের থেকে রক্ষা পেতে পারে এবং যে কোন সমস্যা দেখা দিলে চলে আসুন Apple Gadgets Care এ । 

Chat with us