আইফোন ক্যামেরা ফোকাস না করার কারন এবং  কিভাবে ঠিক করবেন

 আইফোন ক্যামেরা ফোকাস না করার কারন এবং  কিভাবে ঠিক করবেন

iPhone এ ক্যামেরা ফোকাস না হওয়া কমন সমস্যার গুলোর মধ্যে একটা, তেমনি আপনার আইফোন ক্যামেরা যদি ঠিকভাবে ফোকাস না করে তাহলে তা অবশ্যই বিরক্তিকর হতে পারে। ছবি তুলতে গেলে কিংবা ভিডিও করার সময় যদি এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, কিছু ক্ষেত্রে নিজে নিজেই এই সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন। আসুন জেনে নিই কেন এই সমস্যা হতে পারে এবং এর সমাধানের কিছু উপায়।

আইফোন ক্যামেরার ফোকাস না হয়ার কারণসমূহ 

লেন্সে ময়লা বা আর্দ্রতা:

আপনার স্মার্টফোনের ক্যামেরা লেন্সে যদি ধুলোবালি, ময়লা বা আর্দ্রতা জমে থাকে সেক্ষেত্রে ফোকাসে সমস্যা হতে পারে।

সফটওয়্যার বাগ:

আইফোনের ক্যামেরা অ্যাপ বা iOS অপারেটিং সিস্টেমে বাগ থাকলেও এই সমস্যা দেখা দিতে পারে। আপডেটের ফলে অনেক সময় অ্যাপ বা iOS এ অনেক রকম বাগ থাকে যার ফলে ক্যামেরার এই সমস্যা হয়ে থাকে।

হার্ডওয়্যার সমস্যা:

ক্যামেরা সেন্সর, ইমেজ স্ট্যাবিলাইজার বা অন্য কোন হার্ডওয়্যার কম্পোনেন্টের সমস্যাও এই সমস্যার কারণ হতে পারে। ফিজিক্যাল কোনো সমস্যার কারণে মূলত এই লেন্সের সমস্যা হয়ে থাকে, যদি অসাবধানতা বসত আপনার হাত থেকে ফোন পরে যায় সেক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে।

কেস বা স্ক্রিন প্রটেক্টর:

ক্যামেরা লেন্সের উপর কোন কেস বা স্ক্রিন প্রটেক্টর অংশটি আবরণ করে ফেললেও ফোকাসে সমস্যা হতে পারে। ইদানিং আমরা ফোনের ক্যামেরাকে স্কেচ কিংবা ধুলাবালি থেকে প্রটেক্টর করার জন্য ক্যামেরার উপর প্রটেক্টর ব্যবহার করি। যার ফলে আমাদের ফোনের ক্যামেরা ঠিকঠাক মত ফোকাস করতে পারে না। 

 সমস্যাগুলোর সমাধান

1. ক্যামেরা লেন্স পরিষ্কার করুন

  • একটি নরম, মাইক্রোফাইবার কাপড় দিয়ে লেন্সটি ধীরে ধীরে পরিষ্কার করুন।
  • কোন ধরনের তরল পরিষ্কারক ব্যবহার করবেন না।
  • লেন্সে পানি লাগলে ভালো ভাবে পরিস্কার করে নিন

2. আইফোন রিস্টার্ট করুন

  • আইফোন রিস্টার্ট করলে অনেক ছোটখাটো বাগ নিজে থেকেই ঠিক হয়ে যেতে পারে।

3. ক্যামেরা অ্যাপ বন্ধ করে আবার খুলুন

  • ক্যামেরা অ্যাপটি বন্ধ করে আবার খুলে দেখুন সমস্যাটি সমাধান হয় কিনা।
  • প্রয়োজনে ক্যামেরা আপটি ফোর্স স্টপ করে আবারো নতুন করে ওপেন করে নিন।

4. সফটওয়্যার আপডেট করুন:

  • আপনার আইফোনে সর্বশেষ iOS আপডেটটি ইনস্টল করুন। অনেক সময় সফটওয়্যার আপডেটে এই ধরনের বাগ ফিক্স করা হয়।
  • ক্যামেরা অ্যাপ এ যদি কোনো লেটেস্ট আপডেট আসে সেক্ষেত্রে আপডেট করে নিন।

5. ক্যামেরা সেটিংস চেক করুন:

  • ক্যামেরা সেটিংসে গিয়ে বিভিন্ন অপশন চেক করুন। যেমন, HDR, Live Photos ইত্যাদি বন্ধ করে দেখুন।

6. আইফোন সেটিংস রিসেট করুন:

  • যদি উপরের কোনো পদ্ধতি কাজ না করে তাহলে আইফোনের সেটিংস রিসেট করে দেখুন। তবে এই পদ্ধতিতে আপনার সব সেটিংস ডিফল্ট হয়ে যাবে। তবে আপনি চাইলে আপনার ফোনের ডাটা ব্যাকাপ নিয়ে আপনার ফোনটিকে রিসেট করতে পারেন।

7. অ্যাপস আনইনস্টল করে আবার ইনস্টল করুন:

  • কোনো থার্ড পার্টি ক্যামেরা অ্যাপ ইনস্টল করা থাকলে তা আনইনস্টল করে দেখুন। থার্ড পার্টি ক্যামেরা ফোনের ক্যামেরার অ্যাডভান্স এক্সেস নিয়ে থাকে। যার ফলে ক্যামেরা শেকিং এর মত সমস্যাগুলো হয়। যা আনস্টল করলে সমস্যার সমাধান হয়ে যায়।

8. কেস বা স্ক্রিন প্রোটেক্টর সরিয়ে ফেলুন:

  • যদি আপনার আইফোনে কেস বা স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করেন তাহলে তা সরিয়ে ফেলে দেখুন। স্কিন প্রটেক্টরের কারণে ছবি তুললে লেন্স ফ্লেয়ার থাকে এবং ছবি ঘোলা হয়ে যায়।

9. অ্যাপল সার্ভিস সেন্টারে যান:

  • যদি উপরের কোনো পদ্ধতি কাজ না করে তাহলে আপনার আইফোনটি অ্যাপল সার্ভিস সেন্টারে নিয়ে যান। হতে পারে কোনো হার্ডওয়্যার সমস্যা রয়েছে।

 

আশা করি উপরের তথ্যগুলো আপনার আইফোন ক্যামেরার ফোকাস সমস্যা সমাধানে সাহায্য করবে। যদি সমস্যাটি অব্যাহত থাকে তাহলে অবশ্যই অ্যাপল সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। এবং এই আর্টিকেলটির উদ্দেশ্য শুধুমাত্র তথ্যমূলক, আপনার ফোনের বেটার সার্ভিসের জন্য অবশ্যই সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। আর্টিকেলটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। 

 

Chat with us