Low Voltage Charger ব্যবহারে iPhone-এর ক্ষতি হতে পারে?

Low Voltage Charger ব্যবহারে iPhone-এর ক্ষতি হতে পারে

কখনো স্মার্টফোনের চার্জার জটিলতায় পড়তে হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুষ্কিল। হঠাৎ চার্জার নষ্ট হয়ে যাওয়া, হারিয়ে ফেলা বা কোথাও ফেলে চলে যাওয়ার মত পরিস্থিতিতে পড়লে আমরা বাধ্য হয়েই অন্য একটি চার্জার জোগাড় করে সাময়িকভাবে সমস্যা থেকে পরিত্রাণ খুঁজি। কিন্তু, ইদানীং বাজারে এত হাজারো স্মার্টফোন মডেল আর চার্জারের ভিড়ে আপনার ফোনের উপযুক্ত চার্জিং ডিভাইসটি খুঁজে পাওয়া দুষ্কর। বিশেষতঃ আপনার ফোনটি যদি হয় iPhone-এর মত দামী আর অত্যাধুনিক একটি ডিভাইস, তাহলে তো আপনার টেনশন আরও বেশি। তাইলে উপায়?

 

আজকে আমরা কথা বলবো আপনার সাধের iPhone-টির কিছু চার্জিং টিপস্ নিয়ে। আমরা খুঁজে দেখার চেষ্টা করব — অরিজিনাল চার্জার ছাড়া ভিন্ন power output-এর চার্জার দিয়ে iPhone চার্জ করা হলে তাতে ডিভাইসের কোন ক্ষতি হয় কিনা। সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকছে iPhone চার্জ দেয়া আর ব্যাটারী ভাল রাখার কয়েকটি দরকারী টিপস্।

 

চলুন তবে, ঢুকে পড়া যাক মূল আলাচনায়..

ভিন্ন voltage / watt এর চার্জার ব্যবহারে ক্ষতি হবার সম্ভাবনা কতটুকু:

সত্যি বলতে, নির্দিষ্ট power output-এর চার্জার ছাড়া ভিন্ন voltage বা watt এর চার্জার ব্যবহারে আপনার iPhone টির ক্ষতি হবার কোন সম্ভাবনা নেই। কারণ আধুনিক iPhone-এর মডেলগুলোতে ব্যবহার হয় Voltage regulation circuit, যা চার্জার থেকে শুধুমাত্র প্রয়োজনীয় বিদ্যুৎটুকুই গ্রহণ করে। সেটা চার্জার যত volt বা watt-এরই হোক না কেন। এমনকি ফাস্ট চার্জিং সাপোর্ট করে না এমন কোন iPhone মডেলকে ফাস্ট চার্জার দিয়ে চার্জ করা হলেও, তাতে ব্যাটারী বা অভ্যন্তরীণ যন্ত্রাংশ নিরাপদ থাকে। তবে, এক্ষেত্রে নিচে উল্লেখিত ব্যাপারগুলো বিবেচনায় রাখতে হবে:

Voltage-এর তারতম্য

কখনো কখনো একটি Low voltage-এর চার্জার দিয়ে আপনার iPhoneটি চার্জ নাও হতে পারে। এমন ক্ষেত্রে আরেকটু বেশি volt-এর চার্জার ব্যবহার করতে হবে। বিষয়টা আরেকটু পরিষ্কার হওয়া দরকার? সাধারণত একটি স্ট্যান্ডার্ড ইউএসবি চার্জার 5V আর ফাষ্ট চার্জার 9V অথবা 12V বিদ্যুৎ সরবরাহ করে। এবার আপনার চার্জারটি USB Power Delivery (USB-PD) সাপোর্ট করলে — উল্লেখিত যে কোন volt-এর চার্জার দিয়ে, iPhone-এর প্রায় সব মডেলই চার্জ করা যাবে।

কিন্তু, আপনার iPhone মডেলটি 9V বা 12V-এর চার্জার সাপোর্টেড হয়ে থাকলে, স্ট্যান্ডার্ড 5V-এর চার্জার দিয়ে সেটা চার্জ নাও হতে পারে। সোজা ভাষায়, Apple-certified বা MFi-certified (Made For iPhone/ iPad/ iPod/ Apple watch) যে কোন High voltage চার্জার দিয়ে iPhone-এর প্রায় সবগুলো মডেল চার্জ করা গেলেও; একটি স্ট্যান্ডার্ড Low voltage চার্জার দিয়ে আধুনিক iPhone ডিভাইসগুলো চার্জ হওয়াটা অনিশ্চিত।

Wattage-এর তারতম্য

ভিন্ন wattage-এর একটি চার্জারের ক্ষেত্রেও এই একই নীতি প্রযোজ্য হবে। অরিজিনাল চার্জারের চেয়ে High wattage-এর চার্জার দিয়ে চার্জ করলেও আপনার iPhoneটি কেবল যতটুকু বিদ্যুৎ দরকার ততটুকুই সংগ্রহ করবে। অর্থ্যাৎ আপনার iPhone মডেলটি 5W চার্জার সাপোর্টেড হলেও, 18W বা 20W USB-C ফাস্ট চার্জার কিংবা তারও বেশি 45W বা 65W-এর চার্জার দিয়ে আপনার ডিভাইসটি নিরাপদভাবেই চার্জ দেয়া যাবে। তবে, অরিজিনাল চার্জারের তুলনায় Low wattage-এর চার্জার ব্যবহার করলে ফোনটি স্বাভাবিক অবস্থার তুলনায় ধীরগতিতে চার্জ গ্রহণ করবে। এভাবে দীর্ঘক্ষণ চার্জ করলে কখনও কখনও ফোন গরম হয়ে উঠতে পারে। তাপমাত্রা 0°C থেকে 35°C-এর মধ্যে হলে ভয় নেই, এটা খুবই স্বাভাবিক, এবং তাতে ফোন বা ব্যাটারীর কোন সমস্যা হবে না। তবে, তাপমাত্রা তার বেশি বেড়ে গেলে বা দীর্ঘদিন ধরে এমন অবস্থা হলে — এ ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।

ভালো মানের চার্জার ব্যবহার

আপনার iPhone Battery health-এর ওপর সবচেয়ে বড় হুমকি হচ্ছে নিম্ন মানের, ক্লোন বা কাউন্টারফেইট চার্জার, যেগুলো Apple-certified বা MFi-certified নয়। এ ধরনের চার্জারগুলোতে আপনার অরিজিনাল চার্জারের সমান power output উল্লেখ থাকলেও, ত্রুটিপূর্ণ বা নিম্ন মানের চার্জারগুলো নিরবিচ্ছিন্নভাবে নির্দিষ্ট voltage বা watt-এর বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করতে ব্যর্থ হয়।

দুই-একবার বিপদে পড়ে এ ধরণের চার্জার ব্যবহার করতেই পারেন। তবে, দীর্ঘমেয়াদে এ ধরণের চার্জার ব্যবহারে ফোন অতিরিক্ত গরম হয়ে ওঠে, ব্যাটারীর কার্যক্ষমতা হ্রাস পায় এমনকি ফোনের অভ্যন্তরীণ যন্ত্রাংশের নানারকম ক্ষতি পর্যন্ত হতে পারে। ফলে আপনার ব্যবহৃত চার্জারটির power output যাই হোক — সেটা যেন অবশ্যই Apple-certified, MFi-certified, Qi-certified বা খ্যাতনামা কোন থার্ড পার্টি ব্র্যান্ডের চার্জার হয়।

Overheat বা অতিরিক্ত গরম হয়ে যাওয়া

ফাস্ট চার্জিং প্রযুক্তি সম্বলিত High wattage-এর চার্জার দিয়ে চার্জ করলে, ফোন কিছুটা overheat (অতিরিক্ত গরম) হয়ে উঠতে পারে। তবে সেটা 0 থেকে 35°C বা 32 থেকে 95°F-এর মধ্যে থাকলে, আর ভাল ব্র্যান্ডের মানসম্পন্ন চার্জার ব্যবহার করলে এতে ঘাবড়ানোর কিছু নেই। High watt charger দিয়ে ফুল চার্জ করা হলে, iPhone-এর ব্যাটারী গরম হয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু নিম্নমানের নকল, মাষ্টার কপি বা ক্লোন চার্জার থেকে সাবধান।

সহজে বলতে গেলে, ভিন্ন power output-এর চার্জার ব্যবহার করা কোন সমস্যাই না — যদি আপনি একটি ভালো ব্র্যান্ডের Apple বা MFi-certified চার্জার ব্যবহার করেন। Wireless চার্জ করতে চাইলে আপনার চার্জারটি অবশ্যই Qi-certified হতে হবে। সাধারণত বাজারে এ ধরণের চার্জারগুলোর দাম কিছুটা বেশি হয়ে থাকে। তবে ভেবে দেখুন, সেটা কোনভাবেই আপনার শখের iPhone-এর সুরক্ষার চেয়ে বেশি কি না?

কিভাবে চার্জ করবেন আপনার iPhone:

  • আপনার ফোনের চার্জ সবসময় ২০% থেকে ৮০% মধ্যে রাখার চেষ্টা করুন। চার্জ কখনো ২০% নিচে নেমে গেলেই দেরী না করে সেটাকে চার্জ করুন। কিন্তু বেশি প্রয়োজন না থাকলে ফুল চার্জ করা থেকে বিরত থাকুন। ৮০% এর বেশি এবং ২০% এর কম চার্জ ব্যাটারীর ওপর চাপ ফেলে যা ধীরে ধীরে আপনার Battery health কমিয়ে দিতে পারে।

এছাড়া iPhone-এ “Optimized Battery Charging” নামে একটি বিল্ট-ইন ফিচার আছে, যেটা Settings > Battery > Battery Health & Charging থেকে এক্সেস করতে পারবেন। এই ফিচারটির মাধ্যমে ফোনের ব্যাটারীকে ৮০% এর বেশি চার্জ হওয়া থেকে বিরত রাখতে পারেন।

  • খেয়াল রাখবেন, চার্জ চলাকালীন সময়ে যাতে ব্যাটারী খুব বেশি গরম না হয়ে ওঠে। 0°C থেকে 35°C বা 32°F থেকে 95°F হচ্ছে চার্জিং এর স্বাভাবিক তাপমাত্রা। চার্জের সময় ফোন গরম হবার হাত থেকে মুক্তি পেতে ঠান্ডা জায়গায় ফোন চার্জ করুন। সরাসরি সূর্যালোকের নিচে কখনো ফোন চার্জ করবেন না। এরপরও চার্জের সময় ফোন গরম হয়ে গেলে ফোনের কেস বা কভার খুলে চার্জ করুন। আর খুব বেশি দরকার না হলে, চার্জের সময় ফোন ব্যবহার থেকে বিরত থাকুন।
  • আমরা অনেক সময়েই সারারাত ধরে ফোন চার্জ করি। পারলে এই চর্চাটি পরিহার করুন এবং পর্যাপ্ত চার্জ হয়ে যাওয়া মাত্র ফোনটি চার্জার থেকে খুলে ফেলুন। চার্জ হয়ে যাবার পরও দীর্ঘক্ষণ ফোনটি প্লাগ-ইন থাকলে আপনার চার্জারটির ওপর একটা বাড়তি চাপ পড়ে। তবে, ভালো মানের আধুনিক চার্জার এবং iPhone মডেলগুলো এই সমস্যা থেকে মুক্ত।

পরিশেষে আবারো মনে করিয়ে দিতে চাই — কোন অবস্থাতেই নকল, কাউন্টারফেইট বা নিম্ন মানের চার্জার ব্যবহার করবেন না। দৈনন্দিন রুটিনে iPhone চার্জিংয়ের এই টিপস্গুলো মেনে চলে আপনার ফোনটির দীর্ঘ এবং সর্বত্তোম ব্যবহার নিশ্চিত করুন, এই কামনাই করি।

Chat with us