Fast Charging কি ব্যাটারির ক্ষতি করে? সত্য জানুন গুজব ছাড়াই

Fast Charging কি ব্যাটারির ক্ষতি করে
এক্সপার্টস অপিনিয়ন: এক্সপার্টসদের টেস্টিং ও অভিজ্ঞতা থেকে বলা যায়, অথরাইজড চার্জিং অ্যাডাপ্টার ও চার্জিং কেবল ব্যবহার করলে ফাস্ট চার্জিংয়ের কারণে স্মার্টফোনে কোনো ক্ষতি হয় না।

আজকের দিনে স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। সকাল থেকে রাত এটা আমাদের সাথে থাকে। চ্যাটিং, সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা, গেম খেলা, অনলাইন ক্লাস, অফিসের কাজ সবই  স্মার্ট ফোনের ওপর নির্ভরশীল। আর এত বেশি ব্যবহার মানেই একটা বড় সমস্য, ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া। তাই বার বার চার্জ দেয়া।

ই সমস্যার সমাধান হিসেবেই স্মার্টফোন ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো নিয়ে এসেছে মডার্ন ফাস্ট চার্জিং টেকনোলজি। এখন বাজারে ২৫ ওয়াট, ৩৩ ওয়াট, ৬৭ ওয়াট, এমনকি ২৪০ ওয়াটেরও বেশি ফাস্ট চার্জার দেখা যায়। নম্বরগুলো বেশ বড়, তাই না? মজার বিষয় হলো ,কিছু ফোন তো দাবি করে, মাত্র ৫–১০ মিনিটে ৮০ শতাংশ চার্জ!

কিন্তু এখানেই একটা ভয় অনেকের মনে কাজ করে—

“এত দ্রুত চার্জ দিলে কি ব্যাটারির ক্ষতি হয়?”
“ফোন কি বেশি গরম হয়ে একদিন বিপজ্জনক কিছু ঘটাতে পারে?” মানে মোবাইল বিস্ফোরণ!

চলুন, কোনো গুজবে কান না দিয়ে আসল বিজ্ঞান আর আমাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে পুরো বিষয়টা সহজভাবে বুঝে নেওয়া যাক। আদৌ Fast Charging কি ব্যাটারির ক্ষতি করে কিনা? 

ফাস্ট চার্জিং আসলে কী?

সহজে বলতে গেলে, ফাস্ট চার্জিং (Fast Charging) বলতে বোঝায় এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে আপনার ফোন দ্রুত চার্জ নিতে পারে। মোবাইল কোম্পানিগুলো ফাস্ট চার্জিংকে VOOC / SuperVOOC চার্জিং, Warp চার্জিং বা Flash চার্জিং হিসেবে মার্কেটিং করে থাকে। মজার বিষয় হচ্ছে আন্ডার দ্য হুড এগুলো সবই ফাস্ট চার্জিং।সাধারণত, আগের দিনে স্মার্টফোনগুলো ৫ ওয়াট, সর্বোচ্চ ১০ ওয়াটের চার্জারসহ আসত।কিন্তু এখন নতুন চার্জারগুলো ২৫ ওয়াট থেকে শুরু করে ২৪০ ওয়াটের বেশি শক্তি সরবরাহ করতে পারে। তবে শুধু চার্জারের পাওয়ার অনেক বেশি মানেই ফাস্ট চার্জিং হয় না। আপনার ফোনের ভেতরের চার্জিং সার্কিট এবং ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক করে দেয়, কতটা পাওয়ার স্মার্ট ফোনটি সেইভলি  নিতে পারবে। অন্যভাবে বলতে গেলে কত ওয়াট সার্পোট করবে।

স্মার্টফোনের ব্যাটারি কিভাবে কাজ করে?

স্মার্টফোনে সাধারণত লিথিয়াম-আয়ন (Lithium-ion) ব্যাটারি ব্যবহার হয়। এই ব্যাটারির ভেতরে লিথিয়াম আয়নগুলো একটা দিক থেকে অন্যদিকে চলাচল করে চার্জ জমা রাখে এবং ফোন ব্যবহার করলে সেই শক্তি সরবরাহ করে। ব্যাটারির এই চার্জিং-ডিসচার্জ প্রক্রিয়া চালানোর সময় তাপ উৎপন্ন হয়, যা ব্যাটারির জন্য কিছু ক্ষেতে ক্ষতিকর হতে পারে।এক্সপার্টসদের মতে ৪০°C (ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত ফোন সেফলি ফাংশন করে। এখন একটু ডিপ ড্রাইভ করা যাক!

ফাস্ট চার্জিং কি ব্যাটারির ক্ষতি করে?

এক বাক্যে বলতে গেলে, আপনি যদি কিছু গাইডলাইন ফলো করেন, তাহলে ফাস্ট চার্জিং ব্যাটারি বা স্মার্টফোনের কোনো ক্ষতি করে না।যযদি আমরা ফ্যাক্ট চেক করি, তাহলে বলতে হবে স্মার্টফোন কোন নতুন টেকনোলজি বাজারে আনার আগে হাজার হাজার ডলার ইনভেস্ট করে এইগুলো টেস্ট করে। আদৌ এটা কাজ করবে কিনা বা ফোনের কোনো ক্ষতি করবে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউজারের জন্য সেটি সেফ কিনা। তাই নিশ্চিতভাবে বলা যায়, আপনি যদি অথরাইজড চার্জার ব্যবহার করেন, তাহলে ফাস্ট চার্জিং আপনার ও আপনার ডিভাইসের জন্য টোটালি সেফ। ফাস্ট চার্জিংয়ের সময় ফোন একটু বেশি গরম হতে পারে, কারণ কম সময়ে বেশি শক্তি প্রবাহিত হচ্ছে। কিন্তু আধুনিক স্মার্টফোনে বিভিন্ন সেন্সর এবং সফটওয়্যার আছে, যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং অতিরিক্ত গরম হলে চার্জিংয়ের গতি কমিয়ে দেয়। এজন্যই আপনি দেখতে পাবেন, ফোন ০ থেকে ৫০ শতাংশ খুব দ্রুত চার্জ হয়, কিন্তু ৮০ থেকে ১০০ শতাংশ যেতে সময় লাগে।

আধুনিক ফোন কীভাবে ব্যাটারির সুরক্ষা দেয়?

আজকের স্মার্টফোনগুলোতে তাপ নিয়ন্ত্রণের জন্য হিট শিল্ড, থার্মাল লেয়ার, কুলিং পাইপ, বেফার কুলিং চেম্বার এবং এমনকি ফ্যানও থাকে। এছাড়া সফটওয়্যার পর্যায়ে অ্যাডাপটিভ চার্জিং, মাল্টি-স্টেজ চার্জিং এবং ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যাটারির লাইফ ও হ্যাথ মেইনটেইন করতে  সাহায্য করে।কিছু ফোনে স্মার্ট চার্জিং মোডও থাকে, যা নির্দিষ্ট চার্জিং পার্সেন্টেজ নেওয়ার পরে আর চার্জ নেয় না। অন্যদিকে বেশ কিছু চার্জার টেকনোলজি ও বাজারে আছে, যেমন PD, GaN ইত্যাদি, যা সেফ ফাস্ট চার্জিং ইনশিওর করে।

ফাস্ট চার্জিংয়ের সমস্যা কোথায়?

স্মার্টফোন, ল্যাপটপ কিংবা মডার্ন ডিভাইস এইগুলো প্রধান ও অন্যতম শত্রু হচ্ছে হিটিং। যদি ফাস্ট চার্জিংয়ের সময় ফোনের টেম্পারেচার ৪০°C এর বেশি হয়, তাহলে তা আপনার স্মার্টফোনের জন্য ক্ষতিকর ও এট দ্যা সেইভ টাইম বিপদজনক।ফাস্ট চার্জিং সাধারণত তখনই ক্ষতিকর হতে পারে, যখন আপনি নকল চার্জার ব্যবহার করেন, চার্জিংয়ের সময় ভারী গেম খেলেন বা ফোন অতিরিক্ত গরম পরিবেশে (৪০ °C) চার্জ করেন ইত্যাদি। এসব অভ্যাস ব্যাটারির হেলথ কমিয়ে দিতে পারে। এমন কি অনেক সময় স্মার্ট-ফোন ব্লাস্ট ও করতে পারে।

ফাস্ট চার্জিং বনাম স্লো চার্জিং

বিষয় ফাস্ট চার্জিং স্লো চার্জিং
চার্জিং স্পিড খুব দ্রুত; মিনিটের মধ্যে অনেক চার্জ ধীরে ধীরে চার্জ হয়; সময় বেশি লাগে
ব্যাটারির তাপমাত্রা বেশি তাপ উৎপন্ন হতে পারে তুলনামূলক কম তাপ
ব্যাটারি আয়ু সামান্য দ্রুত ক্ষয় হতে পারে, আধুনিক নিয়ন্ত্রণে থাকে দীর্ঘস্থায়ী হয়
ব্যবহারিক সুবিধা দ্রুত চার্জ লাগে, সময় বাঁচায় দীর্ঘ সময় চার্জে রাখা ভালো
উপযুক্ত সময় জরুরি সময় বা দ্রুত চার্জ দরকার হলে যখন বেশি সময় থাকে এবং ধীরে চার্জ করতে চান
নিরাপত্তা ব্যবস্থা তাপ নিয়ন্ত্রণ, মাল্টি-স্টেজ চার্জিং সাধারণ, কম জটিল
চার্জারের প্রয়োজন উচ্চ ক্ষমতার ফাস্ট চার্জার সাধারণ চার্জার যথেষ্ট
ওভারহিটিং ঝুঁকি একটু বেশি, তবে নিয়ন্ত্রণ থাকে খুব কম
ব্যাটারি পারফরম্যান্স কিছুটা প্রভাবিত হতে পারে ভালো থাকে

 

ব্যাটারি ভালো রাখতে করণীয় কিছু টিপস

ফাস্ট চার্জিং ও সেফটি একসাথে মেইনটেইন করতে চাইলে আপনি কিছু সেফটি টিপস ডে-টু-ডে লাইফে ফলো করতে পারেন, যা আপনার ও আপনার স্মার্টফোনের লং লাইফের জন্য ক্রুশিয়াল।

  • সবসময় অরিজিনাল বা সার্টিফায়েড চার্জার ব্যবহার করা
  • ফোন ২০% থেকে ৮০% চার্জ রেঞ্জে রাখার চেষ্টা করা বা স্মার্ট চার্জিং মুড এনেবল করা
  • চার্জিংয়ের সময় ফোন বেশি গরম হলে চার্জ বন্ধ করা
  • ভারী গেমিং এড়িয়ে চলা চার্জিং চলাকালীন
  • অপ্রয়োজনে ১০০% চার্জে ফোন রাখবেন না

পরিশেষ

ফাস্ট চার্জিং এখন স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সময় বাঁচানোর এক গুরুত্বপূর্ণ ফিচার। এটি যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। আধুনিক ফোনের প্রযুক্তি এবং সফটওয়্যার সিস্টেম ফাস্ট চার্জিং থেকে সৃষ্ট তাপ নিয়ন্ত্রণ করে এবং ব্যাটারির সুরক্ষা দেয়। তাই অতিরিক্ত ভয় পাবার কিছু নেই, শুধু সচেতন থাকুন এবং ভালো মানের চার্জার ব্যবহার করুন। ফাস্ট চার্জিং এর সুবিধা উপভোগ করুন, আর আপনার ফোনের ব্যাটারি যত্ন নিন।

ফাস্ট চার্জিং নিয়ে কিছু কম ভুল ধারণা

সারা রাত স্মার্ট ফোন চার্জে লাগিয়ে রাখলে ফোনে ক্ষতি হয়?

এই ধারণা ভুল। মোবাইল ফোনগুলোতে এখন মডার্ন স্মার্ট চার্জিং টেকনোলজি থাকার কারণে ফোনগুলো ১০০% চার্জ নেওয়ার পরে আর চার্জ ইনপুট করে না। সহজে বলতে গেলে চার্জ সার্কেল অটো বন্ধ হয়ে যায়।

ফাস্ট চার্জিং এর কারেণ স্মার্ট ফোন শার্ট সার্কিট  হয়?

না, এটা  সম্পূর্ণ ভুল ধারণা। মডার্ন ফোনগুলোকে ফাস্ট চার্জিং সাপোর্ট করার জন্য ঐভাবেই নতুন সার্কিট ডিজাইন করা হয়েছে। যার ফলে ফোনগুলো ফাস্ট চার্জিংয়ের জন্য শর্ট সার্কিট হয় না।

নর্মাল বা ওল্ড চার্জিং সাপোর্টিং ফোনে ফাস্ট চার্জার ব্যবহার করলে ফোনের ক্ষতি হয় বা ব্লাস্ট হয়?

না, নরমাল বা ওল্ড চার্জিং সাপোর্ট করা ফোনে ফাস্ট চার্জার ব্যবহার করলে সাধারণত ফোনে ক্ষতি বা ব্লাস্ট হয় না।কারণ ফোন আর চার্জার দুটোই চার্জের ভোল্টেজ আর কারেন্ট নিয়ন্ত্রণ করে, তাই ফোন যতটুকু নিতে পারে, শুধু ততটুকুই নেয়। তাই ভয় পাওয়ার কোন কারণ নেই।

ব্যাটারি ১০০% না হওয়া পর্যন্ত চার্জ দেওয়া উচিত?

এটা ভুল। এটি পুরনো Ni-Cd ব্যাটারির জন্য প্রযোজ্য ছিল। Li-ion ব্যাটারির জন্য ২০-৮০% চার্জ বজায় রাখা ভালো।

Chat with us