আপনি যদি একজন আইপ্যাড ইউজার হয়ে থাকেন, তাহলে কখনো না কখনো কিছু সমস্যাগুলোর মুখোমুখি হয়েছেন। এই সমস্যাগুলোর মধ্য আইপ্যাড হঠাৎ ধীর হয়ে যাওয়া, ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া, সফটওয়্যার ক্রাশ করা, ঠিক মত কানেকশন কাজ না করা নানান কিছু রয়েছে। আপনি যদি এমন কিছু সমস্যার সম্মুখীন করে থাকেন তাহলে চিন্তার কোন কারণ নেই। আইপ্যাডের অনেক সাধারণ সমস্যার সহজ সমাধান রয়েছে।
আইপ্যাডের কিছু সাধারণ সমস্যা এবং সমাধান
১.ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া
আপনি যদি সারাদিন ব্যবহার করার সময় ঠিকঠাক মত ব্যাকাপ না পেয়ে থাকেন তবে বুঝতে হবে আইপ্যাড এর ব্যাটারির কোনো সমস্যা হয়েছে। সেক্ষেত্রে আপনার আইপ্যাডে চার্জ অল্প সময়ে চলে যাবে, হুট হাট ব্যাটারি পারসেন্টেজ কমে যাবে, চার্জিং খুললে আইপ্যাড বন্ধ হয়ে যাবে, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়।
সমাধান:
- অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করা, ব্যাকগ্রাউন্ড অ্যাপ রেস্টিকটেড করে দেয়া।
- ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করা।
- লো পাওয়ার মোড চালু করা।
- ব্যাটারি সেটিংস পরীক্ষা করা।
- ব্যাটারি হেলথ পরীক্ষা করা এবং প্রয়োজনে ব্যাটারি পরিবর্তন করা
২. আইপ্যাড স্লো হয়ে যাওয়া
দীর্ঘদিন ধরে ব্যবহার করার পর আইপ্যাড স্লো হয়ে যাওয়া একটা কমন সমস্যা। অনেক সময় স্টোরেজ ফুল হয়ে যাওয়া, পুরানো iPadOS আপডেট এর কারণে, অতিরিক্ত অ্যাপ ইনস্টল করা ইত্যাদি।
সমাধান:
- অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করা
- সবসময় iPadOS আপডেট করা।
- স্টোরেজ ফুল হয়ে গেলে ফাকা করা এবং ৮০% এর বেশি স্টোরেজ ফুল না রাখা।
- নিয়মিত অ্যাপ এর ক্যাশ ক্লিন করা।
৩. টাচস্ক্রিনের সমস্যা
আইপ্যাডে টাচ স্ক্রিনের সমস্যা হওয়া খুব কম একটা ব্যাপার, কোনো কারণে স্ক্রিন ভেংগে গেলে, স্কিনে পানি জমে থাকলে, অতিরিক্ত চাপের কারণে, সফটওয়্যার বাগের কারণে এই টাচক্রিনের সমস্যা গুলো দেখা যায়। অনেক সময় নিন্মমানের স্কিন প্রোটেক্টর ব্যবহারের ফলে বা স্কিন প্রটেক্টর অনেক বেশি পুরাতন হয়ে গেলে টাচে সমস্যা দেখা দেয়।
সমাধান:
- নরম এবং পরিষ্কার কাপড় দিয়ে স্ক্রিন পরিষ্কার করা
- আইপ্যাডে রিস্টার্ট করে চেক করা।
- ভালো মানের স্কিন প্রোটেক্টর ব্যবহার করা / স্ক্রিন প্রোটেক্টর পরিবর্তন করে দেখা।
- সফটওয়্যার আপডেট করে দেখা।
- যদি সমস্যা অব্যাহত থাকে তাহলে সার্ভিস সেন্টারে যোগাযোগ করা
৪. ওয়াই-ফাই/ব্লুটুথ সংযোগের সমস্যা
ওয়াই-ফাই/ব্লুটুথ/ নেটওয়ার্কের সমস্যা কমন সমস্যাগুলোর একটা।সেক্ষেত্রে আইপ্যাডে ইন্টারনেট ধীর গতিতে কাজ করে, ব্লুটুথ ডিভাইসগুলো ঠিকঠাক মত কানেক্ট হয় না। অনেকসময় সেলুলার আইপ্যাড এর ক্ষেত্রে নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল থাকে। এই সমস্যাগুলো আইপ্যাডের সেটিংস, হার্ডওয়্যার সমস্যার কারণে হতে পারে।
সমাধান:
- প্রথমেই বাসায় ওয়াইফাই রাউটার রিস্টার্ট করা, এবং পুনরায় কানেক্ট করা।
- আইপ্যাড রিস্টার্ট করে দেখা।
- ওয়াইফাই / ব্লুটুথ সেটিংস পরীক্ষা এবং পরিবর্তন করে দেখা।
- ফরগেট / আন পেয়ার করে আবার নতুন করে আবার নেটওয়ার্কে কানেক্ট করা।
৫. অ্যাপ ক্র্যাশ হওয়া
আইপ্যাডের স্টোরেজ যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে অ্যাপ ক্র্যাশ হয়ে থাকে, অনেক সময় iPadOS ভার্শন ম্যাচ না করার ফলে অ্যাপ ক্র্যাশ হয়ে থাকে, তাছাড়া যেইসব অ্যাপগুলো বাগযুক্ত এবং অপ্টিমাইজ না সেসব অ্যাপ ক্র্যাশ করে।
সমাধান:
- অ্যাপ স্টোর থেকে অ্যাপ আপডেট করা।
- পুরাতন iPadOS থাকলে তা নতুন ভার্শন আপডেট করা।
- আইপ্যাড রিস্টার্ট করা।
- অ্যাপ ডিলিট করে আবার ইনস্টল করা।
- অ্যাপ এর আপডেট আসলে সেটিকে নতুন ভার্শনে আপডেট করা।
৬. সাউন্ড সমস্যা
ঠিক মত সাউন্ড না আসা, হেডফোন কাজ না করা অথবা সফটয়ার বাগ এর কারণে অনেক সময় সাউন্ডসিস্টেম ঠিক ঠাক মত কাজ করেনা।
সমাধান:
- ভলিউম চেক করা, এবং বাড়িয়ে দেখা।
- সাইলেন্ট মোড / ডোন্ট ডিস্টার্ব মোড বন্ধ করা
- হেডফোন পরিবর্তন করে চেক করে দেখা।
- সফটওয়্যার আপডেট করা।
- এবং ট্যাবটি রিস্টার্ট করে চেক করে দেখা।
অন্যান্য সাধারণ সমস্যা
- ঠিকঠাক মত চার্জ না হওয়া।
- অ্যাপল লোগোতে আটকে যাওয়া/ বুট লুপ হওয়া।
- ওভার হিটিং হওয়া, হোম বাটন কাজ না করা।
আশা করি এই তথ্য গুলো আপনার জন্য উপকারী হবে। যদি উপরের সমাধানগুলো কাজ না করে, তাহলে আপনাকে অবশ্যই অথরাইজড সার্ভিস সেন্টারে যোগাযোগ করা উচিত। আইপ্যাডের মডেল অনুযায়ী সমস্যা এবং সমাধান কিছুটা ভিন্ন হতে পারে। ব্লগটি পড়ে যদি উপকৃত হোন তবে আপনি চাইলে এটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন।