মোবাইল চার্জ বেশিক্ষণ রাখার সহজ উপায়

মোবাইল চার্জ বেশিক্ষণ রাখার সহজ উপায়

প্রায় সময়েই মোবাইলে আমরা বেশ প্রয়োজনীয় সব কাজগুলো করে থাকি। তাই লম্বা সময় ধরে ফোনে চার্জ থাকাটাও বেশ জরুরি। কিন্তু আমাদের ফোনগুলো যখন পুরাতন হয়ে যায় তখন ব্যাটারির চার্জিং ব্যাকাপ অনেকটাই কমে যায়। তখন দুর্বল ব্যাটারি আমাদের এই কাজগুলো ব্যাহত করে।

তাই আজকের আলোচনায় আমরা মোবাইল চার্জ বেশিক্ষণ রাখার কিছু সহজ উপায় শেয়ার করবো।

স্মার্টফোনের চার্জ ধরে রাখার কৌশল সমূহ

 

১. ব্রাইটনেস কমিয়ে রাখুন :

মোবাইলের স্ক্রিন ব্রাইটনেস দ্রুত ব্যাটারি  ড্রেইনের অন্যতম কারণ। তাই যতটা সম্ভব স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে রাখুন। এর ফলে ফোনের ব্যাটারির ব্যাকাপ ভালো থাকবে।

২. ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখুন:

অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যা ব্যাটারির চার্জ দ্রুত খরচ করে। তাই যখন কোনো অ্যাপ ব্যবহার করবেন না, তখন সেগুলো রিসেন্ট অ্যাপ্লিকেশন থেকে বন্ধ করে দিন।

৩. ওয়াইফাই এবং ব্লুটুথ বন্ধ রাখুন:

প্রয়োজন ছাড়া ওয়াইফাই এবং ব্লুটুথ বন্ধ রাখুন। কারণ, এগুলো চালু থাকলে ব্লুটুথ এবং ওয়াইফাই সিগন্যাল সার্চ করতে থাকে যার ফলে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়।

৪. লোকেশন সার্ভিস বন্ধ রাখুন:

অনেক অ্যাপ লোকেশন ট্র্যাক করে, যা ব্যাটারির চার্জ খরচ করে। লোকেশন অন রাখার ফলে সিগনালের কারণে ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়ে। তাই যখন লোকেশন ট্র্যাকিং প্রয়োজন না হয়, তখন লোকেশন সার্ভিস বন্ধ রাখুন।

৫. পুরোনো চার্জার ব্যবহার করবেন না:

পুরোনো এবং ক্ষতিগ্রস্ত চার্জার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে এবং দ্রুত চার্জ শেষ করে দেয়। পুরোনো এবং ক্ষতিগ্রস্ত চার্জারে সঠিক ভোল্টেজ এবং কারেন্টে ফোনটি চার্জ করতে পারেনা, যার ফলে ফোন চার্জ করার পর ঠিক ভাবে চার্জ থাকেনা। তাই নিয়মিত নতুন এবং ভাল মানের চার্জার ব্যবহার করুন।

৬. তাপমাত্রা এড়িয়ে চলুন:

অতিরিক্ত গরম বা ঠান্ডা তাপমাত্রায় মোবাইলের ব্যাটারি দ্রুত নষ্ট হয়। তাই মোবাইলকে সরাসরি সূর্যের আলোতে রাখবেন না এবং ঠান্ডা জায়গায়ও বেশিক্ষণ রাখবেন না। রোদে কিংবা গরম পরিবেশে ফোনের চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তাই চেষ্টা করবেন ফোনকে যথেষ্ট ঠান্ডা জায়গাতে রাখার। 

৭. এরোপ্লেন মোড ব্যবহার করুন:

যখন নেটওয়ার্কের প্রয়োজন না হয়, তখন এরোপ্লেন ব্যবহার করুন। এরোপ্লেন মোড ব্যবহার করার ফলে নেটওয়ার্ক সিগন্যাল, জিপিএস এবং ব্লুটুথ ওয়াইফাই অফ থাকে। এতে করে ডিভাইসের ব্যাটারি অনেকক্ষণ টিকবে।

৮. পাওয়ার সেভিং মোড ব্যবহার করুন:

বেশিরভাগ মোবাইলেই পাওয়ার সেভিং মোড থাকে। ব্যাটারি কম থাকলে এই মোড ব্যবহার করলে চার্জ অনেকক্ষণ ধরে রাখা যাবে।

৯. অপ্রয়োজনীয় অ্যাপ ও ফাইল ডিলিট করুন:

অপ্রয়োজনীয় অ্যাপ ও ফাইল মোবাইলের স্টোরেজ ভরাট করে এবং ব্যাটারির চাপ বাড়ায়। তাই নিয়মিত অপ্রয়োজনীয় অ্যাপ ও ফাইল ডিলিট করে মোবাইলের স্টোরেজ ফাঁকা রাখুন। এতে করে ফোনের প্রসেসিং কম হবে যার ফলে ফোনের ব্যাটারি ঠিক থাকবে।

১০. লাইভ ওয়ালপেপার ব্যবহার করবেন না:

লাইভ ওয়ালপেপার ব্যাটারির চার্জ দ্রুত শেষ করে দেয়। লাইভ ওয়ালপেপার ব্যবহার করার ফলে ফোনের প্রসেসর কে বেশি পাওয়ার ব্যবহার করতে হয়। এতে করে ব্যাটারি ড্রেইন হয়। তাই রেগুলার ওয়ালপেপার ব্যবহারের চেষ্টা করুন।

১১. ভাইব্রেশনের পরিবর্তে রিংটোন ব্যবহার করুন:

ভাইব্রেশন, রিংটোন থেকে ব্যাটারির বেশি শক্তি খরচ করে। তাই যথাসম্ভব রিংটোন ব্যবহার করুন। ভাইব্রেশন ব্যবহার করার ফলে ফোনের মোটর বেশি পাওয়ার ব্যবহার করে তাই আপনি যদি ব্যাটারি সেইভ করতে চান সেক্ষেত্রে এই ফিচারটি বন্ধ রাখতে পারেন।

১২. অটো-আপডেট বন্ধ রাখুন:

অ্যাপ এবং অপারেটিং সিস্টেমের অটো-আপডেট বন্ধ রাখুন। কারণ, অটো-আপডেটের সময় ব্যাটারির চার্জ অনেক বেশি খরচ হয়।

১৩. ডেটা সেভিং মোড ব্যবহার করুন:

ডেটা সেভিং মোড চালু রাখলে অ্যাপগুলো কম ডেটা ব্যবহার করে, যার ফলে ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়।

১৪. পুরোনো ভার্সনের অ্যাপ ব্যবহার করবেন না:

পুরোনো ভার্সনের অ্যাপগুলো বেশি ব্যাটারি খরচ করে। অনেক সময় পুরাতন ভার্সনে অনেক বাগ থাকে যা ব্যাটারি ড্রেইন করার অন্যতম কারণ। তাই নিয়মিত অ্যাপগুলোর আপডেট চেক করে নতুন ভার্সন ইনস্টল করুন।

১৫. ব্যাটারি অপ্টিমাইজেশন ব্যবহার করুন:

বেশিরভাগ মোবাইলেই ব্যাটারি অপ্টিমাইজেশন থাকে। এটি ব্যবহার করে কোন অ্যাপগুলো বেশি ব্যাটারি খরচ করে তা জানতে পারবেন এবং সেগুলোর জন্য ব্যবস্থা নিতে পারবেন।

১৬. ওয়্যারলেস চার্জিং এড়িয়ে চলুন:

ওয়্যারলেস চার্জিংয়ের সময় বেশি তাপ উৎপন্ন হয়, যা ব্যাটারির ক্ষতি করে। তাই যথাসম্ভব ওয়্যারড চার্জিং ব্যবহার করুন।

১৭. মোবাইল রিস্টার্ট করুন:

মাঝে মাঝে মোবাইল রিস্টার্ট করলে অপ্রয়োজনীয় অ্যাপ ও ফাইল বন্ধ হয়ে যায়, যার ফলে ব্যাটারির চাপ কমে। এতে করে ব্যাকগ্রাউন্ডে থাকা অপ্রয়োজনীয় প্রসেসগুলো না চলার কারণে ব্যাটারি ব্যাকাপ ভালো পাওয়া যায়।

১৮. চার্জিং অভ্যাসের দিকে খেয়াল রাখুন:

মোবাইলের ব্যাটারি ০% থেকে ১০০% পর্যন্ত চার্জ না করে ৮০%-এ চার্জ দেওয়া ভালো।  এটি ব্যাটারি দীর্ঘস্থায়িত্ব বৃদ্ধির একটি  উপায়

 

এই টিপসগুলো অনুসরণ করলে আপনি আপনার মোবাইল থেকে আরো ভালো ব্যাটারি ব্যাকাপ পাবেন। তবে আপনার ফোনের ব্যাটারিটি যদি অনেক বেশি পুরাতন হয়ে যায় সেক্ষেত্রে আপনার ব্যাটারিটি রিপ্লেস করার মাধ্যমে আপনি ঠিকঠাক মত ব্যাটারি ব্যাকাপ পাবেন। তাই আপনার ফোনটি যদি অতিরিক্ত পুরাতন হয়ে থাকে তবে এর ব্যাটারি রিপ্লেস করুন

 

Chat with us