Warranty/Non-Warranty Product Service Terms & Conditions


Last Update : 23 Oct 2025

  1. ওয়ারেন্টি শুধুমাত্র কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রযোজ্য।
  2. পণ্যের ডিসপ্লে / টাচ ইস্যু, লিকুইড ড্যামেজ, ফিজিক্যাল ড্যামেজ, বৈদ্যুতিক শর্ট সার্কিট জনিত ইস্যু, প্রোডাক্টের বক্স ড্যামেজ হলে তা ওয়ারেন্টির আওতামুক্ত থাকবে।
  3. রিপেয়ারকৃত ডিভাইস এর স্টোরেজ ডাটা কাস্টমার ব্যাকআপ রাখবেন, পরবর্তীতে ডেটা লস হলে AG Care দায়বদ্ধ থাকবে না। Unauthorized servicing / Modification / Software আপডেট করলে ওয়ারেন্টি প্রযোজ্য বা কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
  4. সার্ভিস সংক্রান্ত কার্যক্রম ওয়ারেন্টি-গ্যারান্টির আওতামুক্ত। তাই প্রোডাক্ট গ্রহণ করার সময় অনুগ্রহপূর্বক চেক করুন। পরবর্তীতে, কোনো ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়।
  5. সার্ভিসিং পিরিয়ডে আপনার ডিভাইসের Display / Camera / Back Shell / Back Glass / Finger Print Sensor / Home Button / Software / Face ID / True Tone বা অন্য যেকোনো অনাকাঙ্ক্ষিত ক্ষতির জন্য AG Care দায়বদ্ধ থাকবে না।
  6. ইনভয়েস এ উল্লিখিত ওয়ারেন্টি অনুযায়ী পার্টসের ওয়ারেন্টি নির্ধারিত। ওয়ারেন্টি এর সময় অতিক্রম হওয়ার পর কোনো প্রকার ওয়ারেন্টি Claim গ্রহনযোগ্য হবে না।
  7. ব্যাটারি ব্যাকআপ সময় পূর্ব অভিজ্ঞতা ও ব্যবহারের ধরণ অনুযায়ী অনুমাননির্ভর। ব্যাকআপ এর সময় ব্যবহার ভেদে ভিন্ন হতে পারে, এটি স্বাভাবিক। পরবর্তীতে এই সংক্রান্তে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
  8. Battery পরিবর্তন এর ক্ষেত্রে ১২ মাস এর Replacement Warranty শর্ত সাপেক্ষে (Water Damage, Physical Damage, Battery Burn অথবা Battery ফুলে না গেলে,Original Accessories ব্যবহার না করলে) প্রদান করা হবে।
  9. ডিভাইস এর লোগো স্টাক হওয়া বা বন্ধ থাকা ডিভাইস চালু করার পর কোন সফটওয়্যার বা হার্ডওয়্যার জনিত সমস্যা দেখা দিলে AG Care দায়বদ্ধ থাকবে না।
  10. ওয়ারেন্টি ক্লেইমের সময় ইনভয়েস, ওয়ারেন্টি স্টিকার ও বক্স (সকল কন্টেন্ট সহ) অবশ্যই সাথে আনতে হবে। এছাড়া ওয়ারেন্টি ক্লেইম গ্রহণযোগ্য হবে না।
  11. সার্ভিসকৃত প্রোডাক্ট এর পার্টসের মার্কেট availability, প্রোডাক্ট এর কন্ডিশন ও সার্ভিস এর পরিসর এর উপর নির্ভর করে ডেলিভারি সময় বৃদ্ধি পেতে পারে।
  12. প্রোডাক্ট রিপেয়ার সম্পন্ন হলে ০৭ দিনের মধ্যে ডেলিভারি নিতে হবে, অন্যথায়, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় AG Care দায়বদ্ধ থাকবে না।
  13. ওয়ারেন্টি সার্ভিসের সময় প্রোডাক্টে কসমেটিক চিহ্ন বা খোলার দাগ হতে পারে, যা সার্ভিস প্রক্রিয়ার অংশ। এই বিষয়ে কোন অভিযোগে AG Care দায়বদ্ধ থাকবে না।
  14. কর্তৃপক্ষ কর্তৃক মেরামত পরবর্তী কোনো নির্দেশনা থাকলে সেগুলো মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেলো । নির্দেশনা না মেনে পরবর্তীতে কোন সমস্যার সম্মুখীন হলে AG Care দায়বদ্ধ থাকবে না।
  15. অনলাইনে প্রোডাক্ট এর সমস্যা জানানোর দিন থেকে পরবর্তী ৫ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস নিয়ে আমাদের কেয়ারের আউটলেটে ভিজিট করতে হবে।
  16. AG Care সার্ভিস সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের কাস্টমার সাপোর্টে সকাল ০৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। +8809678149149 (Call) +8801711-873366 (WhatsApp)
  17. সার্ভিসকৃত প্রোডাক্ট সংগ্রহের জন্য ফেরত রসিদ বাধ্যতামূলক। রসিদ ছাড়া সার্ভিসকৃত প্রোডাক্ট হস্তান্তর যোগ্য নয়।

 

 ** পূর্বের কোনো ঘোষণা ছাড়াই যেকোনো সময় কর্তৃপক্ষ যেকোনো পলিসি পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন করার পূর্ণ অধিকার সংরক্ষন করে।**