আইফোন ব্যবহারকারীদের সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হতে হয় তা হলো চার্জিংয়ের সমস্যা। অনেক সময় দেখা যায় ফোনটি ঠিক মত চার্জ হচ্ছেনা, অনেক সময় ব্যবহার না করলেও অনেক দ্রুত চার্জ ফুরিয়ে যাচ্ছে, যা কমন সমস্যাই বলা যায়।
ফোন চার্জিং আসলে পুরাটাই নির্ভর করে ফোনটা কীভাবে চার্জ করা হচ্ছে, সেটিং কেমন ভাবে ব্যবহার করা হচ্ছে এবং আশেপাশের পরিবেশের উপরেও অনেক সময় এই চার্জিং ক্যাপাসিটি নির্ভর করে। তবে এই সময়ে লেটেস্ট অনেক আইফোনেই একটা কমন ব্যাপার হলো আইফোন ৮০% এর বেশি চার্জ না হওয়া। অনেকেই চিন্তা করে ৮০% বেশি চার্জ না হওয়ার কারণ ফোনেটির ব্যাটারির কিংবা চার্জারের সমস্যা।
আপনার সাথেই যদি এমন কিছু ঘটে থাকে তবে এটা ভাববেন না আপনার ফোনের কোনো সমস্যা হয়েছে বা আপনার ফোনের ব্যাটারি বদলাতে হবে। এটি আইফোনের একটি সফটওয়্যার ফিচার। যার ফলে ফোন ৮০% এর পর চার্জ নেয় না, এই ফিচারটি ম্যাক্সিমাম সময়েই ডিফল্টরূপে চালু থাকে। আসুন দেখি এটা কি, কেন এটা আছে, এবং আপনি কীভাবে আপনার আইফোন ১০০% চার্জ করতে পারেন।
কেন আইফোন ৮০% এর পর চার্জ করা বন্ধ করে?
যদি আপনার আইফোন ৮০% এ চার্জ হওয়া বন্ধ হয়, তবে এটি সম্ভবত অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং নামে একটি iOS ফিচারের কারণে। এটির মূল কাজ হলো ব্যাটারিরে অতিরিক্ত চার্জ হওয়া থেকে রক্ষা করা এবং তাই চার্জ ৮০% এ সীমাবদ্ধ রেখে আপনার ফোনের ব্যাটারির আয়ুষ্কাল বাড়ানো।
যদি অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং ফিচারটি বন্ধ থাকে তারপরেও আপনার ফোনটি ৮০% এর বেশি চার্জ না হয় তার আরেকটি কারণ হলো ফোনটির ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়া ! সেক্ষেত্রে আপনি চার্জিং আনপ্ল্যাগ করে রাখতে পারেন এবং ১৫-২০ মিনিট পর আবারো চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনার ফোনের এবং আশেপাশের টেম্পারেচার যদি স্বাভাবিক থাকে তবে ফোনটি আবারো ঠিকঠাক মত চার্জ হওয়া শুরু করবে।
তবে অনেকে ফোনকে ঠান্ডা করার জন্য ফোন ফ্রিজে রেখে দেয় বা অন্য উপায়ে ঠান্ডা করার চেষ্টা করে, যা ফোনের জন্য কখনোই ভালো না। যদি স্বাভাবিক ভাবে ফোনকে ঠান্ডা হতে না দিয়ে অন্য কোন উপায়ে দ্রুত ঠান্ডা করা হয় সেক্ষেত্রে ফোনের ব্যাটারি এবং ইন্টারনাল হার্ডওয়ারের জন্য তা সমস্যার কারণ হতে পারে।
কীভাবে অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং ফিচার আপনার আইফোনের ব্যাটারি ভালো রাখে
আমরা অনেকেই আমাদের ফোনকে সবসময় চার্জ করে রাখতে পছন্দ করি, তবে সবসময় ফোনকে চার্জ করা এবং বার বার চার্জ করার ফলে লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
অন্য কথায়, আপনার ফোনের ব্যাটারি যত বেশি সম্পূর্ণ চার্জ থাকবে বা খালি থাকবে সেটির মোট চার্জ ক্ষমতা তত কম হবে। আপনি যদি আপনার আইফোন কে সবসময়েই অনেক বেশি এবং ১০০% পর্যন্ত চার্জ করেন সেক্ষেত্রে প্রতিবার আপনার ফোনের ব্যাটারি একটা সাইকেল পূরণ করবে, যা আপনার ব্যাটারির লাইফস্পেন অনেক ক্ষেত্রেই কমিয়ে দিবে।
ঠিক এইসব কারণেই আপনার ফোনের ব্যাটারিটিকে ভালো রাখার জন্য অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং ফিচারটি হেল্প করে। এটি অন থাকার ফলে ফোন ১০০% চার্জ হয় না এবং এর ব্যাটারি হেলথ লম্বা সময় পর্যন্ত ভালো থাকে।
লিথিয়াম-আয়ন ব্যাটারির কিছু বৈশিষ্ট্য
আপনি যখন একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জ করেন। চার্জিং প্রক্রিয়াটি সাধারণত দুটি প্রধান পর্যায়ে বিভক্ত হয়:
- constant current phase
- constant voltage phase.
1. Constant current phase এ ফোনের ব্যাটারি দ্রুত চার্জ হয়, এবং এটি সাধারণত তার ক্ষমতার প্রায় ৮০% পর্যন্ত খুব দ্রুত চার্জ হয়। কারণ লিথিয়াম-আয়ন ব্যাটারি কম সময়ে দ্রুত চার্জ গ্রহণ করতে পারে। যাইহোক, যেহেতু ব্যাটারি তার ধারণক্ষমতার প্রায় ৮০% পর্যন্ত পৌঁছায়, তখন constant current phase রূপান্তরিত হয় constant voltage phase এ।
2. Constant Voltage Phase এ ফোনের ব্যাটারি স্লো চার্জ হয় যাতে ব্যাটারি অতিরিক্ত চার্জ এবং গরম হয়ে যাওয়া থেকে রক্ষা করা যায়। চার্জিং কারেন্ট কমানো একটি নিরাপত্তা ব্যবস্থা, যা ব্যাটারিকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে এবং এর সামগ্রিক আয়ুষ্কাল বাড়ায়। ৮০% এর বেশি ধীর গতিতে চার্জ করা, ব্যাটারির উপর চাপ কমাতে এবং গরম হয়ে যাওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।
সুতরাং আইফোন (বা লিথিয়াম-আয়ন ব্যাটারি সহ যেকোনো ডিভাইস) প্রায় ৮০% এ পৌঁছানোর পরে যদি স্লো চার্জ হয় এটি আপনার ফোনের ব্যাটারিকে অতিরিক্ত চার্জ থেকে রক্ষার করার পাশাপাশি আপনার ফোনের ব্যাটারিকে লং টাইম যেন ভালো সার্ভিস দেয় সেজন্যই এইরকম ফিচার দেয়া হয়ে থাকে। অনেকের কাছে এটি হয়ত একটু অসুবিধাজনক মনে হতে পারে, তবে এটি শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদে ব্যাটারির স্বাস্থ্যের জন্য উপকারী।
আপনার আইফোনে কিভাবে অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং ফিচারটি অফ করবেন
- Go to Settings > Battery > Battery Health.
- Toggle off Optimized Battery Charging.
- Select from one of the two options: Turn Off Until Tomorrow or Turn Off (permanently).
সবশেষ, একটা নতুন আইফোন এর ব্যাটারি প্রায় ৩-৪ বছর খুব ভালো ব্যাকআপ দিয়ে থাকে। তবে আপনি যদি ব্যাটারির যত্ন নেন, সবসময় সঠিক নিয়ম মেনে ব্যাটারিটিকে চার্জ করেন সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারিটি দীর্ঘস্থায়ী হবে এবং আপনি আরো ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন।