আপনার ফোন চার্জার ক্যাবল লাগানো ছাড়া চালু হচ্ছে না? এই সমস্যাটি বেশ সাধারণ, যা অনেকের ডিভাইসেই হয়ে থাকে এবং কিছু সময় এটি বেশ বিরক্তিকর। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এই সমস্যার সমাধান খুব সহজেই করা সম্ভব। আজকের এই ব্লগে আমরা জানবো, কেন এই সমস্যাটি হচ্ছে এবং এর সমাধান কীভাবে করা যায়।
কেন চার্জার ছাড়া ফোন চালু হচ্ছে না? এই সমস্যার পিছনে কয়েকটি কারণ থাকতে পারে:
- ব্যাটারি সমস্যা: আপনার ফোনের ব্যাটারি সম্পূর্ণ খালি হয়ে গেছে। ফলে, চার্জারের সাহায্য ছাড়া ফোন চালু করা সম্ভব হচ্ছে না। অনেক সময় ফোনের ব্যাটারি অনেক পুরাতন হয়ে গেলে ব্যাটারি ঠিক মত চার্জ ধরে রাখতে পারেনা, যার কারণে এই সমস্যা হয়ে থাকে।
- হার্ডওয়্যার সমস্যা: ফোনের চার্জিং পোর্ট সংক্রান্ত কোনো হার্ডওয়্যার সমস্যা থাকতে পারে। চার্জিং পোর্ট যদি ঠিক মত কাজ না করে সেক্ষেত্রে ফোন ঠিকভাবে চার্জ হয় না, যার ফলে এই সমস্যা হতে পারে।
- সফটওয়্যার সমস্যা: ফোনের অপারেটিং সিস্টেমে কোনো গ্লিচ বা ভাইরাস থাকলেও এই সমস্যা হতে পারে।
সমাধানের উপায়
1. ফোন চার্জ করুন: প্রথমে আপনার ফোনটি চার্জারে লাগিয়ে দেখুন। কমপক্ষে ৩০ মিনিট চার্জ করে তারপর ফোনটি চালু করার চেষ্টা করুন। এবং পর্যবেক্ষণ করুন ফোনটি যথা সময়ে ঠিক ভাবে চার্জ নিচ্ছে কিনা।
2. অন্য চার্জার ব্যবহার করুন: হয়ত আপনার চার্জারটি নষ্ট হয়ে গেছে। প্রথমত চেক করে দেখুন ফোনের চার্জার থেকে ঠিক আউটপুট আসছে কিনা। সম্ভব হলে অন্য একটি চার্জার ব্যবহার করে দেখুন।
3. ফোনটি রিস্টার্ট করুন: ফোনটি রিস্টার্ট করলে অনেক সময় ছোটখাটো সফটওয়্যার সমস্যা নিজে থেকেই সমাধান হয়ে যায়। যদি আপনার ফোনে এমন কোনো সমস্যা হয়ে থাকে চেষ্টা করুন ফোনটি রিস্টার্ট করতে।
4. সেফ মোডে চালু করুন: যদি সফটওয়্যারের কোনো অ্যাপ এই সমস্যার কারণ হয়, তাহলে সেফ মোডে ফোন চালু করে দেখুন। সেফ মোডে থার্ড পার্টি কোনো অ্যাপ চালু হবে না। যদি এমন কোনো অ্যাপ এর কারণে এই সমস্যা হয়ে থাকে তবে সেটি আনইনস্টল করুন।
5. ফ্যাক্টরি রিসেট করুন: যদি উপরের কোনো উপায়ে সমস্যা সমাধান না হয়, তাহলে ফ্যাক্টরি রিসেট করার চেষ্টা করতে পারেন। তবে রিসেট করার আগে ফোনের সব ডেটা ব্যাকআপ করে নিন।
6. সার্ভিস সেন্টারে যান: যদি উপরের কোনো উপায়ে সমস্যা সমাধান না হয়, তাহলে আপনার ফোনটি সার্ভিস সেন্টারে নিয়ে যান। সেখানে টেকনিশিয়ান আপনার ফোনটি পরীক্ষা করে সমস্যার সঠিক কারণ খুঁজে বের করে সমাধান করে দেবেন।
তবে মনে রাখবেন: ফোন চার্জ করার সময় অরিজিনাল চার্জার ব্যবহার করুন। এই ধরনের সমস্যাগুলো সাধারণত ফোনের ব্যাটারি নষ্ট হলেই হয়ে থাকে। তাই এমন সমস্যা সমাধানের জন্য ফোনের ব্যাটারি পরিবর্তন করুন। ফোন চার্জ করার সময় ফোনটি খুব বেশি গরম হচ্ছে কিনা তা লক্ষ্য করুন।
ফোনের চার্জিং পোর্টে কোনো ধুলো বা ময়লা থাকলে পরিষ্কার করে নিন। আপনি এমন সমস্যার সম্মুখীন হলে উপরের টিপস গুলো ফলো করতে পারেন তবে সমস্যাটি নিজে থেকে ঠিক করতে না পারলে একজন মোবাইল মেকানিকের পরামর্শ নিন।