ফোনের নেটওয়ার্ক সমস্যায় ভুগছেন? ফোনে নেটওয়ার্ক সমস্যার সহজ সমাধান

ফোনে নেটওয়ার্ক সমস্যার সহজ সমাধান

আপনি কি ফোনে নেটওয়ার্কের সমস্যায় ভুগছেন? খুব কমন কিছু সমস্যার মধ্যে এইটা অন্যতম। কল ড্রপ হচ্ছে, ইন্টারনেট চলছে না, নাকি সিগন্যালই পাচ্ছেন না? চিন্তার কোনো কারণ নেই। এই সমস্যার সমাধানে কয়েকটি সহজ উপায় আছে। আজকের এই ব্লগ পোস্টে আমরা ফোনের নেটওয়ার্ক সমস্যার কারণ এবং তার সমাধান সম্পর্কে বিস্তারিত জানব।

ফোনের নেটওয়ার্ক সমস্যার কারণ

  • সিম কার্ডের সমস্যা: সিম কার্ড ঠিকভাবে না বসলে বা সিম কার্ডে কোনো সমস্যা থাকলে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। সিম অনেক বেশি পুরাতন হয়ে গেলে এর চিপ এ ফাংগাস পরে যায় কিংবা চিপ নষ্ট হয়ে যায়, এর ফলে নেটওয়ার্ক সমস্যা হতে পারে। 
  • ফোন সেটিংস: ফোনের নেটওয়ার্ক সেটিংস ভুল হলে বা নেটওয়ার্ক মোড সঠিকভাবে নির্বাচিত না হলেও এই সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় নেটওয়ার্ক ব্যান্ড না থাকায় এই নেটওয়ার্ক সমস্যা হয়ে থাকে। 
  • সফটওয়্যার বা অ্যাপস: ফোনে কোনো সফটওয়্যার বা অ্যাপসের গোলমালের কারণেও নেটওয়ার্কের সমস্যা হতে পারে।
  • হার্ডওয়্যার সমস্যা: ফোনের নেটওয়ার্ক সংক্রান্ত হার্ডওয়্যারে কোনো সমস্যা থাকলেও এই সমস্যা হতে পারে। ফোন অনেক বেশি পুরাতন হয়ে গেলে এই সমস্যা দেখা যায়।
  • নেটওয়ার্ক কাভারেজ: আপনি যেখানে আছেন সেখানে নেটওয়ার্ক কাভারেজ না থাকলে বা খুব কম থাকলেও এই সমস্যা হতে পারে। সেখানে নেটওয়ার্ক ব্যান্ড বা ফোনের ব্যান্ড এর সাথে ম্যাচ না করলেও এমন সমস্যা গুলো দেখা যায়। 

ফোনের নেটওয়ার্ক সমস্যার সমাধান

  • সিম কার্ড চেক করুন: সিম কার্ড ঠিকভাবে বসেছে কিনা তা একবার চেক করে দেখুন। যদি প্রয়োজন হয়, সিম কার্ড বের করে আবার ঠিকভাবে বসিয়ে দিন। সিম কার্ড যদি অনেক পুরাতন হয়ে যায় সেক্ষেত্রে সিমটি আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে ক্লিন করুন আর কাজ না করলে রিপ্লেস করুন। 
  • ফোন রিস্টার্ট করুন: ফোন রিস্টার্ট করলে অনেক সময় নেটওয়ার্কের ছোটখাটো সমস্যা মিটে যায়। যদি আপনার ফোনেও এই ধরনের সমস্যা হয়ে থাকে ফোনটি রিস্টার্ট করুন ।
  • ফ্লাইট মোড অন-অফ করুন: ফ্লাইট মোড অন করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন এবং তারপর আবার অফ করে দিন। ফ্লাইট মোড অন/ অফ করার ফলে নেটোয়ার্ড সিগনাল গুলো রিসেট হয়ে যায়, এর ফলে নেটওয়ার্ক ঠিক ঠাক মত কাজ করে। 
  • নেটওয়ার্ক সেটিংস চেক করুন: ফোনের সেটিংসে গিয়ে নেটওয়ার্ক সেটিংস চেক করুন। নিশ্চিত হোন যে নেটওয়ার্ক মোড সঠিকভাবে নির্বাচিত আছে।
  • অপ্রয়োজনীয় অ্যাপস আনইনস্টল করুন: কোনো অ্যাপস নেটওয়ার্কের সাথে ইন্টারফেয়ার করছে কিনা তা দেখুন। যদি কোনো অ্যাপসের কারণে সমস্যা হয়, তাহলে সেই অ্যাপসটি আনইনস্টল করে দিন।
  • ফোন আপডেট করুন: আপনার ফোনের সফটওয়্যার আপডেট করা থাকলে অনেক সময় নেটওয়ার্কের সমস্যা নিজে থেকেই সমাধান হয়ে যায়।
  • নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন: উপরের সবকিছু করেও যদি সমস্যা সমাধান না হয়, তাহলে আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন। তারা আপনাকে সমস্যা সমাধানে সাহায্য করতে পারবে।

কিছু অতিরিক্ত টিপস

  • ফোন কেস এবং স্ক্রিন গার্ড সরিয়ে দেখুন: কখনো কখনো ফোন কেস বা স্ক্রিন গার্ড সিগন্যালকে বাধা দিতে পারে। খুব মোটা কিংবা মেটালের কেস ব্যবহারের ফলে এমন সমস্যা হতে পারে। 
  • অন্য জায়গায় গিয়ে দেখুন: আপনি যেখানে আছেন সেখানে নেটওয়ার্ক কাভারেজ কম হতে পারে। অন্য জায়গায় গিয়ে দেখুন। বন্ধ রুমে অনেক সময় এমন নেটওয়ার্ক সমস্যা হয়ে থাকে। 
  • ফোন ফ্যাক্টরি রিসেট করুন: যদি সব উপায়েই সমস্যা সমাধান না হয়, তাহলে ফোন ফ্যাক্টরি রিসেট করার কথা ভাবতে পারেন। তবে ফ্যাক্টরি রিসেট করার আগে ফোনের সব ডাটা অবশ্যই ব্যাকআপ করে নিন।


মনে রাখবেন:
এই টিপসগুলো সাধারণত ফোনের নেটওয়ার্ক সমস্যা সমাধানে কার্যকরী। তবে যদি আপনার ফোনের হার্ডওয়্যারে কোনো সমস্যা থাকে, তাহলে কোনো মোবাইল রিপেয়ারিং শপে যোগাযোগ করুন

 

Chat with us